Mithun Chakraborty: পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে প্রচারে রাজ্যে আসছেন মিঠুন চক্রবর্তী, বুধেই শুরু হবে মহাগুরুর সফর
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
২৩ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত মিঠুন চক্রবর্তীর ঠাসা কর্মসূচি এ রাজ্যে৷ সূত্রের খবর, জেলায় জেলায় পঞ্চায়েত সম্মেলনেও অংশ নেবেন তিনি৷
#কলকাতা: পঞ্চায়েত নির্বাচন আসন্ন৷ তাই এর আগে কোমর বেঁধে নেমেছে শাসক-বিরোধী দুই শিবিরই৷ পঞ্চায়েত নির্বাচনের প্রচারে ফের রাজ্যে মিঠুন চক্রবর্তী। মঙ্গলবার তিনি কলকাতায় আসছেন৷ বুধবার থেকে বিভিন্ন জেলায় সফর শুরু মিঠুন চক্রবর্তীর। পুরুলিয়া দিয়েই সফর শুরু করবেন বলে জানা যাচ্ছে৷
পঞ্চায়েত ভোটে বাঙালির মহাগুরুকেই ময়দানে নামাচ্ছে বিজেপি। আগামী ২৩ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত মিঠুন চক্রবর্তীর ঠাসা কর্মসূচি এ রাজ্যে৷ সূত্রের খবর, জেলায় জেলায় পঞ্চায়েত সম্মেলনেও অংশ নেবেন তিনি৷ মিঠুন চক্রবর্তীর সঙ্গে জেলা সফরে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "মিঠুন চক্রবর্তী শুধু বাংলার নয়, গোটা দেশের আইকন। চলতি মাসে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তিনি অংশ নেওয়ার পাশাপাশি আগামী দিনে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তিনি জেলার বিভিন্ন প্রান্তে প্রচার করবেন।"
advertisement
এর আগেও উৎসবের মরসুমে জনসংযোগের লক্ষ্যে মিঠুন চক্রবর্তীকে সামনে এনেছে বিজেপি৷ রাজনৈতিক মহলের মতে, পঞ্চায়েত নির্বাচনের প্রচারেও মিঠুন চক্রবর্তীর সঙ্গে বাংলা ও বাঙালির আবেগকে কাজে লাগাতে চাইছে গেরুয়া শিবির।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
November 21, 2022 11:33 PM IST