Jadavpur: সায়নীর হস্তক্ষেপেই...? বাড়ি ফিরল ১২ বছরের নিখোঁজ বালিকা! খোঁজ পাওয়া গেল যেভাবে, যাদবপুরের সাংসদকে ধন্যি ধন্যি!
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
নরেন্দ্রপুর থানার অন্তর্গত একটি বালিকা বিদ্যালয় থেকে স্কুলছুটির পর থেকেই নিখোঁজ এক নাবালিকা। গত ৩ সেপ্টেম্বর ঘটে জানা যায়, বালিকা স্কুলছুটির পর একজন মহিলা ও ১৮ বছরের একজন ছেলে মিলে ওই ছাত্রীকে তার স্কুল থেকে বের করে নিয়ে যায়।
কলকাতা: নরেন্দ্রপুর থানার অন্তর্গত একটি বালিকা বিদ্যালয় থেকে স্কুলছুটির পর থেকেই নিখোঁজ এক নাবালিকা। গত ৩ সেপ্টেম্বর ঘটে জানা যায়, বালিকা স্কুলছুটির পর একজন মহিলা ও ১৮ বছরের একজন ছেলে মিলে ওই ছাত্রীকে তার স্কুল থেকে বের করে নিয়ে যায়।
কিন্ত একদিন কেটে গেলেও তার কোনও খোঁজ পাওয়া যায়নি। তবে যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের তত্পরতায় বালিকাকে গত ৫ সেপ্টেম্বর সুস্থভাবে উদ্ধার করা হয়।
আরও পড়ুন: বাতের ব্যথা থেকে কফ, কাশি, বহু সমস্যার সমাধান শিউলি পাতা! সঠিক নিয়ম মেনে খেলেই মিলবে উপকার
advertisement
সূত্রের খবর অনুযায়ী, গত ৩রা সেপ্টেম্বর স্কুল ছুটির পর থেকেই আর বাড়ি ফেরেনি নাবালিকা। পরে সিসিটিভি ফুটেজ দেখে জানা যায়, ১২ বছরের ওই বালিকা একজন মহিলা এবং ১৮ বছরের ছেলের সঙ্গে বেরিয়েছে।
advertisement
বিষয়টি জানার পর যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ নিজেই নরেন্দ্রপুর থানার আইসির সঙ্গে যোগাযোগ করেন এবং অতি দ্রুততার সঙ্গে মেয়েটিকে উদ্ধারের জন্য সক্রিয় ভূমিকা নেবার আবেদন জানান।
advertisement
নরেন্দ্রপুর থানা এবং লালবাজারের যৌথ উদ্যোগে গত ৫ই সেপ্টেম্বর সন্ধেবেলায় কলকাতার মুচিপাড়া সংলগ্ন এলাকা থেকে ১২ বছরের নাবালিকাকে সুস্থভাবে উদ্ধার করা হয়। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা পোস্ট করে জানিয়েছেন শুভদীপ চক্রবর্তী নামে এক ব্যক্তি। শুভদীপ নিখোঁজ বালিকার পরিবারের পরিচিত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 08, 2024 5:34 PM IST