বিমানে থাপ্পড় খেয়ে নিখোঁজ! অবশেষে কলকাতা থেকে একটু দূরে কী ভাবে পাওয়া গেল তাঁকে?  

Last Updated:

কলকাতা বিমানবন্দরে ফ্লাইট নামার পর হাফিজুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়, তবে পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। অপরদিকে, হুসেনও বিমানবন্দর ছেড়ে চলে যান।

বিমানে থাপ্পড় খেয়ে নিখোঁজ! অবশেষে কলকাতা থেকে একটু দূরে কী ভাবে পাওয়া গেল তাঁকে?  
বিমানে থাপ্পড় খেয়ে নিখোঁজ! অবশেষে কলকাতা থেকে একটু দূরে কী ভাবে পাওয়া গেল তাঁকে?  
বিমানে পাশের যাত্রী হঠাৎ থাপ্পড় কসিয়ে দিয়েছিল তাঁকে! থাপ্পড় খেয়ে সেই ব্যক্তি আচমকাই নিখোঁজ হয়ে গিয়েছিলেন। অবশেষে তাকে খুঁজে পাওয়া গেল অসমের বারপেটা রেলস্টেশনে—যেটি কলকাতা থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে, এবং সিলচর থেকে ৪০০ কিলোমিটার দূরত্বে। কী হয়েছিল তাঁর সঙ্গে? পরিণতিই বা কী হল? জানলে অবাক হবেন।
৩২ বছর বয়সি হুসেন আহমেদ মজুমদার, অসমের কাছাড় জেলার বাসিন্দা। সিলচর এই জেলার সদর শহর। বৃহস্পতিবার তিনি মুম্বই থেকে কলকাতা হয়ে সিলচর যাওয়ার জন্য বিমানে উঠেছিলেন।ঘটনার সূত্রপাত হয় IndiGo-এর 6E-138 ফ্লাইটে, যা মুম্বই থেকে সিলচরের উদ্দেশে যাত্রা করছিল। মাঝ আকাশে হুসেনের প্যানিক অ্যাটাক হয়। এয়ার হোস্টেসরা তাঁকে সামলানোর চেষ্টা করেন। তাঁকে যখন বিমানের মাঝখান দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন হাফিজুল রহমান নামে অপর এক যাত্রী হঠাৎ তাঁকে থাপ্পড় মারেন। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, হাফিজুল প্রকাশ্যে হুসেনকে মারধর করছেন। পরে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “লোকটা আমার সমস্যা করছিল।”
advertisement
advertisement
কলকাতা বিমানবন্দরে ফ্লাইট নামার পর হাফিজুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়, তবে পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। অপরদিকে, হুসেনও বিমানবন্দর ছেড়ে চলে যান।
advertisement
হুসেন মুম্বইয়ের একটি হোটেলে কাজ করেন এবং এই রুটে এর আগেও একাধিকবার ভ্রমণ করেছেন। তাঁর পরিবার জানত না বিমানে এমন কিছু ঘটেছে। শুক্রবার তাঁরা সিলচর বিমানবন্দরে হুসেনকে নিতে যান। কিন্তু তিনি সেখানে পৌঁছাননি।
পরিবার যখন ভাইরাল ভিডিও দেখে যোগাযোগের চেষ্টা করে, তখন তার ফোন বন্ধ পাওয়া যায়। এরপর তার বাবা আবদুল মান্নান মজুমদার থানায় নিখোঁজ ডায়েরি করেন।
advertisement
তদন্তে জানা যায়, তিনি শুক্রবার সিলচরের ফ্লাইটে ওঠেননি এবং শনিবারও কলকাতা বিমানবন্দর থেকে অন্য কোনও ফ্লাইটে চড়েননি। এরপরই পুলিশ খবর পায়, হুসেনকে বারপেটা রেলস্টেশনে দেখা গিয়েছে। তাঁকে সেখান থেকে উদ্ধার করে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ জানায়, তাঁকে দেখে শারীরিক এবং মানসিকভাবে অস্বস্তিতে মনে হয়েছে।
এদিকে, IndiGo বিমান সংস্থা হাফিজুল রহমানকে নিজেদের সমস্ত ফ্লাইট থেকে নিষিদ্ধ করেছে।
এক বিবৃতিতে সংস্থা জানিয়েছে,
advertisement

“আমাদের যাত্রী ও কেবিন ক্রুদের নিরাপত্তা এবং সুস্থতা আমাদের প্রথম অগ্রাধিকার। বিমানে এমন অশোভন আচরণ রুখতেই আমরা ওই ব্যক্তিকে IndiGo-র সব ফ্লাইটে নিষিদ্ধ করেছি, যা নিয়ন্ত্রক সংস্থার নিয়ম অনুসারে।”

এই ঘটনায় স্পষ্ট, একজন মানসিকভাবে বিপর্যস্ত যাত্রীকে না বুঝে, বরং তাঁকে লাঞ্ছিত করে কী ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। সময়মতো তাঁর সন্ধান না মিললে হয়তো পরিণতি আরও ভয়ঙ্কর হতে পারত।
advertisement
Generated image
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিমানে থাপ্পড় খেয়ে নিখোঁজ! অবশেষে কলকাতা থেকে একটু দূরে কী ভাবে পাওয়া গেল তাঁকে?  
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement