কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্য, আলোচনার কেন্দ্রে সীমান্তবর্তী নিরাপত্তা

Last Updated:

Nabanna: সোমবার অর্থাৎ আজ সকালে ভার্চুয়াল এই বৈঠক হবে বলে নবান্ন সূত্রে খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এই বৈঠকে উপস্থিত থাকবেন বলেই জানা গিয়েছে।

মূলত রাজ্যের সীমান্তবর্তী নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি বিএসএফ প্রসঙ্গ নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে
মূলত রাজ্যের সীমান্তবর্তী নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি বিএসএফ প্রসঙ্গ নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে
কলকাতা : কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গুরুত্বপূর্ণ বৈঠকে সোমবার অর্থাৎ আজ বসতে চলেছে রাজ্যের সঙ্গে। রাজ্যের সীমান্তবর্তী নিরাপত্তা নিয়ে আলোচনা করতেই এই বৈঠক হতে চলেছে বলে নবান্ন সূত্রে খবর। সোমবার অর্থাৎ আজ দুপুর নাগাদ ভার্চুয়ালি এই বৈঠক হবে। যে বৈঠকে উপস্থিত থাকার কথা রাজ্যের তরফে মুখ্য সচিব ও স্বরাষ্ট্রসচিবের। মূলত রাজ্যের সীমান্তবর্তী নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি বিএসএফ প্রসঙ্গ নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামী শনিবার ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠক হতে চলেছে রাজ্যে। তার আগে সোমবারের বৈঠকে বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সম্প্রতি রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা নিয়ে বেশ কয়েক দফার নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর। মনে করা হচ্ছে সোমবারের বৈঠকেই সেই বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা।অন্যদিকে ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠক এ বার এ রাজ্যেই হচ্ছে।সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। সব ঠিকঠাক থাকলে আগামী ১৭ ই ডিসেম্বর বৈঠকের সভাপতিত্ব করতে কলকাতায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
advertisement
মূলত পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি নিরাপত্তা সংক্রান্ত ইস্যু নিয়ে এই বৈঠকে আলোচনা হবে। আন্তঃরাজ্য সীমান্ত নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি আন্তর্দেশীয় সীমান্ত নিয়েও আলোচনা হবে এই বৈঠকে। মূলত ৫ নভেম্বর এই বৈঠক হওয়ার কথা ছিল নবান্ন সভাঘরে। কিন্তু সেই বৈঠক স্থগিত করে দেওয়া হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। এ বার সেই বৈঠকের সময়সীমা ১৭ ডিসেম্বর হিসেবেই ঠিক করা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। এই বৈঠকে এ  রাজ্যের পাশাপাশি বিহার, ঝাড়খন্ড, ওড়িশা, সিকিমের মতো রাজ্যগুলো এই বৈঠকে উপস্থিত থাকবেন। তবে এ রাজ্যে এই ধরনের হাইপ্রোফাইল বৈঠক নতুন নয়, এর আগেও প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর নেতৃত্বে কলকাতাতে এই সিকিওরিটি কাউন্সিলের বৈঠক হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন : পাহাড়ি পথে উল্টে গেল বাস, বনভোজন সেরে ফেরার পথে নিহত ২ স্কুলপড়ুয়া
এবারের বৈঠককে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক প্রেক্ষাপটে ইস্টার্ন জোনাল সিকিউরিটির কাউন্সিলের বৈঠককে বিশেষ তাৎপর্য হিসেবেই ধরছেন প্রশাসনিক আধিকারিকরা। সূত্রের খবর ইতিমধ্যেই এই বিষয় নিয়ে নবান্নের তরফে তৎপরতা শুরু হয়েছে। সব ঠিকঠাক থাকলে এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন এ রাজ্যের পাশাপাশি বাকি রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও। তার কারণ এই সিকিওরিটি কাউন্সিলের বৈঠকে সদস্য হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রীরাই। যদিও সে ক্ষেত্রে মুখ্যমন্ত্রীরা তাদের মনোনীত সদস্যদের প্রতিনিধি করেও পাঠাতে পারেন এই বৈঠকে। তবে সব ঠিকঠাক থাকলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হতে পারে বলেও মনে করছে প্রশাসনিক মহল। সাম্প্রতিক সময়ে গরুপাচার-সহ একাধিক ইস্যু নিয়ে কেন্দ্রের সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
advertisement
আরও পড়ুন :  মমতা-অভিষেকের সফরের মধ্যেই আইনি যুদ্ধে সাকেত বনাম মেঘালয় সরকার
মনে করা হচ্ছে এ বার এর ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে এই বিষয়গুলি নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে। ইতিমধ্যেই সেই বৈঠকের দিন ও চূড়ান্ত হয়েছে। নবান্ন সূত্রে খবর এই বৈঠকের পরে বা আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মধ্যে মুখোমুখি আলোচনা হওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্য, আলোচনার কেন্দ্রে সীমান্তবর্তী নিরাপত্তা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement