পাহাড়ি পথে উল্টে গেল বাস, বনভোজন সেরে ফেরার পথে নিহত ২ স্কুলপড়ুয়া
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Mumbai Accident: রবিবার রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে মুম্বইয়ের কাছে রায়গড় জেলার খোপোলি এলাকায়
মুম্বই : পিকনিক থেকে ফেরার পথে মৃত্যু হল ২ স্কুলপড়ুয়ার। আহত আরও বেশ কয়েক জন। রবিবার রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে মুম্বইয়ের কাছে রায়গড় জেলার খোপোলি এলাকায়। জানা গিয়েছে, একটি কোচিং ক্লাস থেকে ছাত্রছাত্রীরা চড়ুইভাতিতে গিয়েছিলেন। দিনভর আনন্দ উদযাপন শোকের মুহূর্তে পরিণত হয় দিনের শেষে।
মুম্বইয়ের চেম্বুরের একটি কোচিং ক্লাসের ৪৮ জন পড়ুয়াকে নিয়ে দু’জন শিক্ষক পিকনিক করতে গিয়েছিলেন লোনাভালায়। ফেরার পথে রাত ৮ নাগাদ বাসটি উল্টে যায় মু্ম্বই-পুণা হাইওয়েতে। পাহাড়ি পথের ঢাল বেয়ে নামার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ঘটে যায় দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুর্ঘটনার অভিঘাতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সম্পূর্ণ।
আরও পড়ুন : কাজিরাঙায় ঘুরছিলেন পর্যটকরা, হঠাৎ সামনে গণ্ডার! পরের ঘটনা হাড়হিম করে দেবে! দেখুন..
ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই পড়ুয়ার। বাকিরা বেশ কয়েক জন আহত হয়। তাদের তড়িঘড়ি লোনাভালা, খোপলি-সহ স্থানীয় এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 12, 2022 9:18 AM IST