Sealdah Metro: 'সল্টলেকে আমার দাদুর বাড়ি, সেই রুটের মেট্রো উদ্বোধন আমার হাতে, এটা আশীর্বাদ', বললেন স্মৃতি ইরানি

Last Updated:

Sealdah Metro: দীর্ঘ দিন ধরে অপেক্ষার পর স্বপ্নপূরণ হল রাজ্যের মানুষের, সেই জন্য ধন্যবাদ জানাই ভারতীয় রেলকে। মাননীয় প্রধানমন্ত্রীর ভারত নবনির্মাণের স্বপ্ন পূর্ণ করছে ভারতীয় রেল, বলেন স্মৃতি।

ছবি - মেট্রো রেলওয়ে কলকাতার ফেসবুক পেজ থেকে
ছবি - মেট্রো রেলওয়ে কলকাতার ফেসবুক পেজ থেকে
#কলকাতা: শিয়ালদহ মেট্রো স্টেশন ও মেট্রো রুটের উদ্বোধনে এসে বাংলা নিয়ে আবেগ তাড়িত কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। হিন্দি, ইংরাজির পাশাপাশি, তিনি হাওড়া ময়দানের উদ্বোধনের মঞ্চ থেকে ভাষণ দিলেন বাংলাতেও। স্পষ্ট বাংলায় তিনি বললেন, "এই সল্টলেকে আমার দাদুর বাড়ি। আর দেখুন, আমারই হাত দিয়ে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ মেট্রোতে যুক্ত হচ্ছে। আমাকে এই উদ্বোধনের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমার নিজেকে আশীর্বাদ ধন্য মনে হচ্ছে। আজ শিয়ালদহ ও ফুলবাগান-সহ শহরের অসংখ্য মানুষের স্বপ্ন সত্যি হল। দীর্ঘ দিন ধরে অপেক্ষার পর স্বপ্নপূরণ হল রাজ্যের মানুষের, সেই জন্য ধন্যবাদ জানাই ভারতীয় রেলকে। মাননীয় প্রধানমন্ত্রীর ভারত নবনির্মাণের স্বপ্ন পূর্ণ করছে ভারতীয় রেল।"
আরও পড়ুন - বৃহস্পতিবার থেকে চালু হবে পরিষেবা, শিয়ালদহ মেট্রোর উদ্বোধন করলেন স্মৃতি ইরানি
স্মৃতি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, আগামী বছরের মধ্যেই হাওড়া ময়দান পর্যন্ত এই মেট্রো পরিষেবা যাতে চালু করা যায়, তার কাজ দ্রুততার সঙ্গে মেট্রো কর্তৃপক্ষ করছে। আশা করা যায়, সেই কাজও দ্রুত সম্পন্ন হবে। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, এ দিন বিকেলের দিকে শিয়ালদহ স্টেশনে এসে হাজির হন। সেখানে তিনি স্টেশনের সাউথ গেট দিয়ে প্রবেশ করেন। নর্থ গেটে অত্যাধিক ভিড় থাকার কারণে তিনি সাউথ গেট দিয়ে ঢোকেন। তিনি তার পর তিনি ট্রেনে ওঠেন। কিন্তু অত্যাধিক ভিড় থাকায তিনি ফুলবাগান যেতে পারেননি। তার পরেই শিয়ালদহ মেট্রো স্টেশন থেকে তিনি বেরিয়ে যান। হাওড়ার মূল অনুষ্ঠানের আগে শিয়ালদহে স্টেশন দেখতে তিনি এসেছিলেন বলেই খবর।
advertisement
advertisement
আগামী বৃহস্পতিবার থেকে পরিষেবা চালু হয়ে যাবে এই মেট্রো লাইনের। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত চলবে মেট্রো। রেল মন্ত্রকের আশা, এই মেট্রো স্টেশনে প্রতি দিন ৪০ থেকে ৫০ হাজার মানুষ যাত্রা করবেন। শিয়ালদহ দিয়ে শহরের অন্যতম কর্মক্ষেত্রে সল্টলেক সেক্টর ফাইভ জুড়ে যাওয়ায় এই সুবিধা অনেকেই গ্রহণ করবেন বলে মনে করা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sealdah Metro: 'সল্টলেকে আমার দাদুর বাড়ি, সেই রুটের মেট্রো উদ্বোধন আমার হাতে, এটা আশীর্বাদ', বললেন স্মৃতি ইরানি
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement