Shashi Panja: শিশু পুষ্টি প্রকল্পে বন্ধ কেন্দ্রীয় বরাদ্দ, বিধানসভায় জানালেন শশী পাঁজা

Last Updated:

Shashi Panja: মন্ত্রী শশী পাঁজা বলেন, ২০১৪-১৫ সালের পর কেন্দ্রের চাইল্ড বাজেট ৪.৫ শতাংশ থেকে কমিয়ে ২.৫ শতাংশে নামানো হয়েছে। এই বঞ্চনার মধ্যেই রাজ্য সরকার লড়াই করে যাচ্ছে।

* শিশু পুষ্টি প্রকল্পে বন্ধ কেন্দ্রীয় বরাদ্দ, বিধানসভায় জানালেন মন্ত্রী
* শিশু পুষ্টি প্রকল্পে বন্ধ কেন্দ্রীয় বরাদ্দ, বিধানসভায় জানালেন মন্ত্রী
কলকাতা: শিশু পুষ্টি প্রকল্পে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ ২০১৭ সালের পর থেকে বন্ধ, এমনটাই জানালেন নারী ও শিশু বিকাশ দফতরের মন্ত্রী শশী পাঁজা। বিধানসভায় হুগলির কিছু আইসিডিএস কেন্দ্র বন্ধ থাকার অভিযোগের প্রেক্ষিতে প্রশ্নোত্তর পর্বে এই অভিযোগ তোলেন বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক।
জবাবে মন্ত্রী শশী পাঁজা জানান, ‘হুগলিতে কোনও আইসিডিএস কেন্দ্র বন্ধ হয়নি। বর্তমানে সেখানে ৬৭০৮টি কেন্দ্র চালু রয়েছে।’ তিনি আরও বলেন, কেন্দ্রের সঙ্গে যৌথভাবে চলা পুষ্টি কর্মসূচির আওতায় বরাদ্দ বাড়াতে বহুবার আবেদন জানানো হয়েছে। কিন্তু ২০১৭ সালে নির্ধারিত পরিমাণই এখন পর্যন্ত বহাল আছে।
advertisement
advertisement
মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘২০১৪-১৫ সালের পর কেন্দ্রের চাইল্ড বাজেট ৪.৫ শতাংশ থেকে কমিয়ে ২.৫ শতাংশে নামানো হয়েছে। এই বঞ্চনার মধ্যেই রাজ্য সরকার লড়াই করে যাচ্ছে। আমরা মর্নিং স্ন্যাক্স দিচ্ছি, পুষ্টি পাউডার না থাকলে ছাতু সরবরাহ করছি যাতে ক্যালরি ঠিক থাকে।’ রাজ্যের তরফে কেন্দ্রের কাছে পুনরায় শিশু পুষ্টি বাজেট বাড়ানোর আবেদন জানানো হয়েছে বলেও বিধানসভায় জানান মন্ত্রী।
advertisement
অন্যদিকে নারী ও শিশুদের সুরক্ষায় প্রশাসনিক কাঠামো জোরদার করছে রাজ্য সরকার। বিধানসভায় নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা জানান, গার্হস্থ্য হিংসা রুখতে রাজ্যের ২৩টি জেলায় ইতিমধ্যেই ২৮ জন প্রোটেকশন অফিসার নিয়োগ করা হয়েছে। বড় জেলাগুলিতে একাধিক অফিসার নিযুক্ত রয়েছেন। পাশাপাশি বিপদগ্রস্ত মহিলাদের জন্য চালু হয়েছে ৩৭টি শক্তি সদন, যা এনজিওর মাধ্যমে পরিচালিত হচ্ছে।
advertisement
মন্ত্রী শশী পাঁজা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নারী ক্ষমতায়নে গত এক দশকে একাধিক প্রকল্প বাস্তবায়িত হয়েছে। কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ও বার্ধক্য ভাতা, মানবিক ভাতার মতো প্রকল্পের সুবিধা পেয়ে উপকৃত হচ্ছেন কোটি কোটি মহিলা। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ২.১৫ কোটি মহিলা সহায়তা পাচ্ছেন বলে তিনি জানান। এছাড়াও ৯৩ লক্ষের বেশি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছেন। মন্ত্রী বলেন, ‘এই সমস্ত প্রকল্প শুধু ভাতা দেওয়ার জন্য নয়, নারীর সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করছে।’ শশী পাঁজা আরও জানান, ২০২৩-২৪ সালে রাজ্যে মহিলা ও পুরুষ ভোটারের সংখ্যার পার্থক্য ছিল ১৩ লক্ষ। ২০২৪-২৫ সালে তা কমে দাঁড়িয়েছে ১১ লক্ষ। সরকারের দাবি, এতে স্পষ্ট মহিলাদের আর্থসামাজিক ক্ষমতায়ন ও সচেতনতা বেড়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Shashi Panja: শিশু পুষ্টি প্রকল্পে বন্ধ কেন্দ্রীয় বরাদ্দ, বিধানসভায় জানালেন শশী পাঁজা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement