Insurance GST: মমতার দীর্ঘদিনের দাবি, সেই বীমা ক্ষেত্রেই জিএসটি মকুবের প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রিসভায়! শুধু ছাড় দিলেই হল না...সতর্ক করলেন চন্দ্রিমা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Insurance GST: জীবন বিমা এবং স্বাস্থ্যবিমা থেকে পণ্য ও পরিষেবা কর (জিএসটি) প্রত্যাহার করার প্রস্তাব পেশ কেন্দ্রের।
নয়াদিল্লি: জিএসটিতে বড়সড় ছাড় আসতে চলেছে। স্বাধীনতা দিবসেই বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমাক্ষেত্রে সেই প্রক্রিয়া একরকম শুরু করে দিল কেন্দ্র। জীবন বিমা এবং স্বাস্থ্যবিমা থেকে পণ্য ও পরিষেবা কর (জিএসটি) প্রত্যাহার করার প্রস্তাব পেশ কেন্দ্রের। কিন্তু শুধু কর প্রত্যাহারই যথেষ্ট নয়, পাশাপাশি বিমা সংস্থাগুলি প্রিমিয়াম বাড়িয়ে যাতে সাধারণ মানুষকে বোকা বানাতে না পারে, জিএসটি কাউন্সিল গঠিত মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে তা স্মরণ করিয়ে দিলেন পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
বৃহস্পতিবার, দিল্লিতে আয়োজিত এই বৈঠকে চন্দ্রিমা বলেন, ‘‘বিমার প্রিমিয়ামের উপর জিএসটি মুকুবের সুরাহা যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তার জন্য কাউন্সিলকে রূপরেখা তৈরির কথা বলেছে রাজ্যগুলি। কোনও সংস্থা যাতে প্রিমিয়াম বাড়িয়ে দিতে না পারে, সেটা দেখাটা কেন্দ্রের দায়িত্ব।’’
advertisement
advertisement
প্রসঙ্গত, বহুদিন ধরেই বিমার উপর থেকে জিএসটি বা কর প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিকবার এ বিষয়ে সরব হয়েছেন তৃণমূলের অন্যান্য নেতানেতৃবৃন্দও। এমনকী গত বছর গত বছর লোকসভা ভোটের পরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে বিমায় জিএসটি প্রত্যাহারের দাবি জানিয়ে একটি চিঠিও লিখেছিলেন মমতা।
advertisement
বিমার প্রিমিয়ামের উপর বর্তমানে ১৮ শতাংশ জিএসটি রয়েছে। সেটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে কেন্দ্র। বুধবারই এ বিষয়ে আলোচনা হয়েছে রাজ্যের মন্ত্রীদের মধ্যেও। বৃহস্পতিবার বৈঠকের মমতার চিঠির কথা ফের স্মরণ করালেন চন্দ্রিমা। ‘‘বাংলার মুখ্যমন্ত্রী মমতাই এই দাবি প্রথম তুলেছিলেন’’, জানান তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 21, 2025 6:41 PM IST