সে কী! আরজি কর কাণ্ডের চার্জশিটে এবার মিনাক্ষী-কলতানদের নাম! তবু কেন হাসিমুখে CPIM নেতৃত্ব? আদালতে কী ঘটল জানেন!
- Published by:Sudip Paul
- news18 bangla
- Reported by:Priti Saha
Last Updated:
Minakshi Mukherjee: প্রথমে চার্জশিটে নাম, পরে জামিন। গত বছর ১৪ অগাস্ট রাত দখলের রাতে আরজিকরে ভাঙচুরের ঘটনায় স্বস্তি পেলেন মিনাক্ষী মুখোপাধ্যায় সহ বাম এবং অতিবাম নেতা-নেত্রীরা।
কলকাতা: প্রথমে চার্জশিটে নাম, পরে জামিন। গত বছর ১৪ অগাস্ট রাত দখলের রাতে আরজিকরে ভাঙচুরের ঘটনায় স্বস্তি পেলেন মিনাক্ষী মুখোপাধ্যায় সহ বাম এবং অতিবাম নেতা-নেত্রীরা। আরজিকরে ভাঙচুরের ঘটনায় ৩টি মামলায় মিনাক্ষী মুখোপাধ্যায়, দেবাঞ্জন দে, কলতানের দাসগুপ্ত সহ ৫৪ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় কলকাতা পুলিশ। পরে শিয়ালদহ আদালত থেকে জামিন পায় মিনাক্ষীরা।
গত বছর ১৪ অগাস্ট চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে মেয়েদের রাত দখলের কর্মসূচির মধ্যেই মধ্যরাতে আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের গেট ভেঙে ভিতরে ঢুকে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। তছনছ করা হয় হাসপাতালের একাধিক বিভাগ সহ বাইরের অংশ। পরে পুলিশের সঙ্গেও খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়ে হামলাকারীরা। আরজি করে হামলার সময়ে বাম যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের পতাকা দেখা গিয়েছে বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের তরফেও জানানো হয়, হাসপাতালে হামলার সময় আরজি করে ধর্নায় বসেছিলেন মিনাক্ষীরা।
advertisement
এরপরই হামলার ঘটনায় তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়। ভাঙচুরের ঘটনায় তিনটি মামলায় রুজু হয়। দুটি মামলা হয় টালা থানায়। আর একটি মামলা রুজু হয় উল্টোডাঙ্গা থানায়। সকলকে জিজ্ঞাসাবাদ, স্বাক্ষীদের বয়ান, পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এবং ঘটনার দিনের বিভিন্ন ভিডিয়ো ফুটেজ সব কিছুর উপর ভিত্তি করে সম্প্রতি তিনটি মামালাতেই শিয়ালদহ আদালতে চার্জশিট জমা করে কলকাতা পুলিশ। সেখানেই নাম ছিল মিনাক্ষী, দেবাঞ্জন, কলতান সহ অন্যান্য বাম নেতৃত্বের।
advertisement
advertisement
আরও পড়ুনঃ Sourav Ganguly: ক্রিকেটে ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, হয়ে গেল বড় ঘোষণা, নতুন ইনিংস মহারাজের
সোমবার সকালে চার্জশিটে নাম থাকা ব্যক্তিরা সকলেই য়ালদহ আদালতে স্বশরীরে হাজির হয়ে জামিন নেন। আইনজীবীর দাবি, কোনও শর্ত ছাড়াই, ১ হাজার টাকার বন্ডে আদালতে তাঁদের সকলের জামিন মঞ্জুর করেছে। পরবর্তী ক্ষেত্রে মামলার চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করলে ঘটনা প্রবাহ কোন দিকে এগোয় সেদিকই নজর সকলের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 25, 2025 7:23 PM IST