ট্রেনে গোটা রাস্তায় খাবার দেয়নি! হাওড়া স্টেশনে বিক্ষোভ পরিযায়ী শ্রমিকদের
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
ওই ট্রেনের যাত্রীদের অভিযোগ, মুম্বই থেকে হাওড়া পর্যন্ত গোটা রাস্তায় খাবার দেওয়া হয়নি৷ এমনকী স্টেশনে বাসও নেই৷ লকডাউনের জেরে খাবার কিনে খাওয়ায় সম্ভব হয়নি৷ ফলে চরম হয়রানির শিকার হতে হয়েছে৷
#হাওড়া: শ্রমিক স্পেশাল ট্রেনে খাবার না-দেওয়ার অভিযোগে হাওড়া স্টেশনে বিক্ষোভ দেখালেন পরিযায়ী শ্রমিকরা৷ আজ অর্থাত্ শনিবার মুম্বই থেকে হাওড়ায় আসে একটি শ্রমিক স্পেশাল ট্রেন৷
ওই ট্রেনের যাত্রীদের অভিযোগ, মুম্বই থেকে হাওড়া পর্যন্ত গোটা রাস্তায় খাবার দেওয়া হয়নি৷ এমনকী স্টেশনে বাসও নেই৷ লকডাউনের জেরে খাবার কিনে খাওয়ায় সম্ভব হয়নি৷ ফলে চরম হয়রানির শিকার হতে হয়েছে৷
কয়েক দিন আগেই শ্রমিক স্পেশাল ট্রেনে পচা খাবার দেওয়ার অভিযোগে চরম বিক্ষোভে ফেটে পড়েন একদল পরিযায়ী শ্রমিক৷ উত্তরপ্রদেশে দীনদয়াল উপাধ্যায় জংশনের কাছে রেললাইনের উপর বিক্ষোভে শামিল হন তাঁরা৷ টানা ১০ ঘণ্টা সেখানে ট্রেন দাঁড় করিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সরকারের বিরুদ্ধে স্লোগানও দেন। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে বিহারে ফিরছিলেন তাঁরা।
advertisement
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 30, 2020 10:50 AM IST