Midnight Rain alert in Kolkata|মধ্যরাতে ভয়াল দুর্যোগ সম্ভাবনা কলকাতায়, যুদ্ধকালীন প্রস্তুতি কলকাতা পুলিশের

Last Updated:

Midnight Rain alert in Kolkata সূত্রের খবর, শহরের যে কোনও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের তরফে ২২ টি টিম প্রস্তুত রাখা হয়েছে।

উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কম। দার্জিলিং কালিম্পংয়ে শিলা বৃষ্টির সম্ভাবনা। সাগর মেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দৃশ্যমানতা কম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ফাইল ছবি
উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কম। দার্জিলিং কালিম্পংয়ে শিলা বৃষ্টির সম্ভাবনা। সাগর মেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দৃশ্যমানতা কম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ফাইল ছবি
#কলকাতা: শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণাবর্ত।  জেট গতিতে পরিবর্তিত হচ্ছে কলকাতার আবহাওয়া (Midnight Rain alert in Kolkata)।দুর্যোগ সম্ভাবনায় যুদ্ধকালীন প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুলিশের  দুর্যোগ মোকাবিলা টিম।
সূত্রের খবর, শহরের যে কোনও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য (Midnight Rain alert in Kolkata) কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের তরফে ২২ টি টিম প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে  ভবানীপুর থানায় রয়েছে ২টি টিম। কালীঘাট থানায় রয়েছে ২ টিম। আলিপুর থানায়  থাকছে ১টি টিম। এছাড়া ওয়াটগঞ্জ, একবালপুর, নিউমার্কেট, পার্কস্ট্রিট এবং বডিগার্ড লাইনে একটি করে টিম থাকছে।
advertisement
এর পাশাপাশি পাশাপাশি কলকাতার ৯টি ডিভিশনে দুর্যোগ মোকাবিলার (Midnight Rain alert in Kolkata) টিম মজুত রাখা হচ্ছে।.সাউথ ডিভিশনের টিম থাকবে পুলিশ ট্রেনিং স্কুলে। পিটিএস-এ আরও তিনটি  টিম আপৎকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে রাখা হচ্ছে। যে কোনও প্রয়োজনে পরিস্থিতি মোকাবিলার জন্য এই টিম গুলিকে ব্যবহার করা হবে।
advertisement
advertisement
সূত্রের খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলে নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রাতে কলকাতায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি চলবে বুধবারও। ইতিমধ্যেই পূর্ব বর্ধমান, কলকাতা ও বাকুড়ায় হলুদ সর্তকতা জারি হয়েছে। অর্থাৎ এই এলাকাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। এর চেয়েও বেশি বৃষ্টিপাত হতে পারে কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, হুগলি, উত্তর ২৪ পরগণায়।
advertisement
কলকাতা ঝাড়গ্রাম হাওড়া হুগলি উত্তর ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথায় নিম্নচাপের প্রভাবে দমকা ৫০ কিমি ঝোড়ো হাওয়াও বইতে পারে। এই পরিস্থিতির কথা মাথায় রেখেই সতর্ক কলকাতা ও জেলাপুলি। সব মিলিয়ে আজকের রাত দুর্যোগ মোকাবিলা বাহিনীর জন্য চ্যালেঞ্জের।
-রিপোর্টার সুকান্ত মুখোপাধ্যায়
বাংলা খবর/ খবর/কলকাতা/
Midnight Rain alert in Kolkata|মধ্যরাতে ভয়াল দুর্যোগ সম্ভাবনা কলকাতায়, যুদ্ধকালীন প্রস্তুতি কলকাতা পুলিশের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement