Metro Rail: বর্ষবরণের রাতে অতিরিক্ত ট্রেন, বুধবার কতক্ষণ চলবে মেট্রো? জানুন সময়সূচি
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
এই বিশেষ পরিষেবাগুলি দক্ষিণেশ্বর এবং শহিদ ক্ষুদিরামের মধ্যে চলবে এবং শহিদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত একটি অতিরিক্ত ট্রেন চালানো হবে।
যাত্রীদের সুবিধার্থে মেট্রো রেল বুধবার ৩১ ডিসেম্বর রাতে ব্লু লাইনে অতিরিক্ত পরিষেবা চালাবে। ৩১.১২.২০২৫ তারিখে, যাত্রীদের সুবিধার জন্য মেট্রো রেল ব্লু লাইনে আটটি অতিরিক্ত পরিষেবা (৪টি আপ এবং ৪টি ডাউন) পরিচালনা করবে।
এই বিশেষ পরিষেবাগুলি দক্ষিণেশ্বর এবং শহিদ ক্ষুদিরামের মধ্যে চলবে এবং শহিদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত একটি অতিরিক্ত ট্রেন চালানো হবে। অতিরিক্ত পরিষেবাগুলির সময়সূচি নিম্নরূপ:
দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের দিকে:
advertisement
রাত ০৯:৪০, ০৯:৫২, ১০:০৫ এবং ১০:১৮ মিনিটে।
শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের দিকে:
রাত ০৯:৫৪, ১০:০৪ এবং ১০:১৭ মিনিটে।
শহিদ ক্ষুদিরাম থেকে দমদমের দিকে:
advertisement
রাত ১০:৩০ মিনিটে।
এই আটটি আপ এবং ডাউন বিশেষ পরিষেবা নতুন বছরের আগের রাতে রাত ০৯:৪০ মিনিটের পর থেকে পরিচালিত হবে।
সেই দিন ব্লু লাইনে প্রথম পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে।একই দিনে গ্রিন লাইন, ইয়েলো লাইন, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে স্বাভাবিক মেট্রো পরিষেবা চালু থাকবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 30, 2025 10:32 PM IST










