Metro: কলকাতায় মেট্রো ঘিরে বিরাট খবর, শীঘ্রই চালু হবে 'এই' রুটের মেট্রো! প্রচুর মানুষের সুবিধা

Last Updated:

Metro: এটি জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের অংশ। উল্লেখ্য, গত বছর জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়েছে।

কলকাতায় মেট্রোর নতুন সুখবর
কলকাতায় মেট্রোর নতুন সুখবর
কলকাতা: শীঘ্রই চালু হতে পারে মাঝেরহাট অবধি মেট্রো। এদিন তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিদর্শন করলেন চিফ সেফটি কমিশনার অফ রেলওয়ে। স্টেশন তৈরির কাজ সম্পূর্ণ। ৬০ কিমি গতিতে চালানো হল ট্রেন। যাত্রী পরিষেবা চালুর অনুমতি চেয়ে আবেদন করে রেল। তারপরেই আজ পরিদর্শন সারেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি।
এটি জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের অংশ। উল্লেখ্য, গত বছর জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়েছে। বর্তমানে মাঝেরহাট থেকে খিদিরপুর পর্যন্ত লাইন সম্প্রসারণের কাজ চলছে।
advertisement
আপাতত পার্পল লাইনের জোকা থেকে তারাতলা পর্যন্ত অংশে বাণিজ্যিক পরিষেবা চালু আছে। ‘ওয়ান ট্রেন ওনলি সিস্টেম’-র মাধ্যমে মেট্রো চালানো হয়। অনেকক্ষণ ছাড়া-ছাড়া মেট্রো পাওয়া যায়। এবার সেই ছবিটা পালটাতে চলেছে। জোকা-মাঝেরহাট পর্যন্ত অংশ ইলেকট্রনিক-বেসড সিগন্যালিং সিস্টেমের আওতায় চলে আসায় কম সময়ের ব্যবধানে মেট্রো মিলবে।
advertisement
তবে কবে থেকে মাঝেরহাট মেট্রো চালু হবে, সে বিষয়ে কোনও মন্তব্য করেনি কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। শুধুমাত্র মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে শীঘ্রই পরিষেবা চালু হবে। কতক্ষণের ব্যবধানে জোকা-মাঝেরহাট অংশে মেট্রো চালানো হবে, সেটাও জানানো হয়নি। আপাতত জোকা-তারাতলা পর্যন্ত অংশে দিনে ২৪টি মেট্রো চলাচল করে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Metro: কলকাতায় মেট্রো ঘিরে বিরাট খবর, শীঘ্রই চালু হবে 'এই' রুটের মেট্রো! প্রচুর মানুষের সুবিধা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement