নোট বাতিলে গাড়ির বাজার তলানিতে ! ব্যতিক্রম কোন সংস্থা ?

Last Updated:

নোট বাতিলের জেরে গত নভেম্বরেই জোরালো ধাক্কা খেয়েছিল দেশের গাড়ি শিল্প।

#কলকাতা: কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের প্রভাব দেশের সব সেক্টরেই পড়েছে ৷ সবচেয়ে বেশি যে জায়গাগুলিতে এর প্রভাব লক্ষ্য করা গিয়েছে, সেগুলির মধ্যে অন্যতম অবশ্যই গাড়ি শিল্প ৷ নোট বাতিলের পর গত দু’মাসে ব্যাপক হারে কমে গিয়েছে গাড়ি বিক্রির পরিমাণ ৷ ২০১৫ সালের তুলনায় গাড়ি বিক্রির হার নেমে গিয়েছে ১৮.৬৬ শতাংশে ! কিন্তু এত খারাপ বাজারেও নিজেদের উর্ধ্বমুখী সেলস গ্রাফ বজায় রাখতে সফল লাক্সারি গাড়ি নির্মাতা সংস্থা মার্সিডিজ ৷ গোটা ২০১৬ সালে এদেশে সংস্থার মোট গাড়ি বিক্রি হয়েছে ১৩,২৩১ ইউনিট ৷ ডিসেম্বর-জানুয়ারি মাসেও অন্যান্য সংস্থাদের তুলনায় বিক্রির পরিমাণ ভালই হয়েছে মার্সিডিজের ৷
দিল্লি-এনসিআর মার্কেটে আট মাসের জন্য ডিজেল নিষিদ্ধ, হাই এক্সাইজ ডিউটি , দামের বৃদ্ধি এবং নোট বাতিল ৷ গাড়ির সেলস গ্রাফ নিম্নমুখী হওয়ার জন্য এই কারণগুলি যথেষ্ট ৷ কিন্তু এত সবের মধ্যেও ব্যবসার বৃদ্ধির হারটা গোটা বছর জুড়েই ভালমতো ধরে রাখতে সফল মার্সিডিজ ৷ আর এই বিক্রির হার বৃদ্ধির ক্ষেত্রে সংস্থার এসইউভি সেগমেন্টের গাড়ি বিক্রি ২০ শতাংশ বৃদ্ধি পাওয়াটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ AMG এবং ড্রিম কার সেগমেন্টেও এবছর খুব ভাল ফল করেছে সংস্থা ৷ পাশাপাশি গত দু’বছরের মতো মার্সিডিজের ‘সি-ক্লাস’ সেডান গাড়িও ভাল বিক্রি হয়েছে এবছর ৷ যা ছাপিয়ে গিয়েছে ‘ই-ক্লাস’ সেডানকেও ৷ ডিসেম্বরে নোট বাতিলের পর ২০১৫ ডিসেম্বরের থেকেও গাড়ি বিক্রির বৃদ্ধির হার বেড়েছে মার্সিডিজের ৷
advertisement
নোট বাতিলের জেরে গত নভেম্বরেই জোরালো ধাক্কা খেয়েছিল দেশের গাড়ি শিল্প। এ বার তা আরও বেশি টের পাওয়া গেল ডিসেম্বরের বিক্রির হিসাবে। গত ২০১৫ সালের ডিসেম্বরের তুলনায় সার্বিকভাবে গাড়ি বিক্রির পরিমাণ নেমে গিয়েছে ১৮.৬৬ শতাংশ । গাড়ি সংস্থাগুলির সংগঠন সিয়াম জানিয়েছে, ডিসেম্বরে যাত্রী গাড়ি, স্কুটার, মোটরসাইকেল-সহ প্রায় সব কিছুর বিক্রিই ব্যাপক হারে কমেছে । যার জন্য দায়ী মূলত গাড়ি কেনার চাহিদায় ভাটা পড়া। পরিসংখ্যান অনুযায়ী, ২০০০ সালের ডিসেম্বরের পরে বিক্রি  কখনও এতটা পড়েনি গাড়ির। সে বার ওই হার ছিল ২১.৮১%।সিয়ামের পরিসংখ্যান অনুসারে, ডিসেম্বরে দেশে যাত্রী গাড়ির বিক্রি কমেছে ৮.১৪%। দাঁড়িয়েছে ১,৫৮,৬১৭। তবে সবচেয়ে বেশি ভুগেছে দু’চাকার গাড়ি। এগুলির বিক্রি ২২.০৪% কমে হয়েছে ৯,১০,২৩৫।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
নোট বাতিলে গাড়ির বাজার তলানিতে ! ব্যতিক্রম কোন সংস্থা ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement