সিঙ্গুরের কৃষকদের হাতে জমি ফিরিয়ে দিতে নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠক

Last Updated:

নির্ধারিত সময়ের আগেই চাষযোগ্য করে সিঙ্গুরের জমি ফেরত দেওয়া হচ্ছে। সিঙ্গুরের গোপালনগর মৌজার পঁচিশ একর জমি কাল কৃষকদের হাতে তুলে দেওয়া হবে।

#কলকাতা: নির্ধারিত সময়ের আগেই চাষযোগ্য করে সিঙ্গুরের জমি ফেরত দেওয়া হচ্ছে। সিঙ্গুরের গোপালনগর মৌজার পঁচিশ একর জমি কাল কৃষকদের হাতে তুলে দেওয়া হবে। ইতিমধ্যেই প্রায় ৮৭০ একর জমি চাষযোগ্য করা গেছে বলে দাবি রাজ্যের। এই চাষযোগ্য জমি সিঙ্গুরের কৃষকদের হতে কবে তুলে দেওয়া হবে সেই নিয়ে সোমবার নবান্নে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সুপ্রিম কোর্টের দেওয়া ১২ সপ্তাহ সময়ের আগেই পদক্ষেপ রাজ্যের। সোমবার থেকেই শুরু হচ্ছে সিঙ্গুরের কৃষকদের জমি ফেরত দেওয়ার চুড়ান্ত প্রক্রিয়া ৷ সোমবার বিকেল ৩টেয় নবান্নে সিঙ্গুর নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে মুখ্যমন্ত্রীর হাতে জমি ফেরত নিয়ে যাবতীয় রিপোর্ট তুলে দেওয়া হবে ৷ বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যসচিব, বিভিন্ন দফতরের সচিব ও মন্ত্রীরা ৷
advertisement
সোমবার গোপালননগর মৌজার ২৫ একর জমি চাষযোগ্য অবস্থায় তুলে দেওয়া হবে কৃষকদের হাতে। রাজ্য সরকারের দাবি, ইতিমধ্যেই ৮৭০ একর জমি চাষযোগ্য অবস্থায় আনা গিয়েছে। বাকি অংশে এখনও রয়েছে কারখানার শেড ও তৈরি হওয়া পাকা রাস্তা ৷ ২১ অক্টোবরের মধ্যে সমস্ত জমি পরিষ্কার করে ফেলা হবে।
advertisement
আগের মতোই এই জমি তিন ফসলি হবে বলে দাবি বিশেষজ্ঞদেরও। তবে জমি ফেরতের খবরে আনন্দে মশগুল কৃষকরা।- যদিও এখনও আশঙ্কা তাড়া করে বেড়াচ্ছে অনিচ্ছুক কৃষকদের একাংশকে।
advertisement
রবিবার, সিঙ্গুরে যান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলের দুই বিধায়ক বেচারাম মান্না, রবীন্দ্রনাথ ভট্টাচার্য ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকও করেন।
বাকি জমি দ্রুত আগের অবস্থায় ফেরাতে তৎপর রাজ্য। পরিষ্কারের জন্য দক্ষিণ ২৪ পরগনা থেকে আনা হয়েছে বিশেষ টিম। পুজোর ছুটির মধ্যেই কাজ অনেকটা এগিয়ে যাবে বলেই আশা নবান্নের ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সিঙ্গুরের কৃষকদের হাতে জমি ফিরিয়ে দিতে নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement