Interview Of MD Salim: ‘তরুণ ব্রিগেড তৈরি করতে সময় লাগে, ভারতে এমন আর কোনওদলে নেই’, বললেন সেলিম

Last Updated:

Interview Of MD Salim:কিন্তু একেবারে তৃণমূল স্তরে কংগ্রেস ও বামেদের জোট হয়েছে কি? সেলিম বলছেন, হয়েছে৷ কার্যত মুর্শিদাবাদের নীচুতলার কংগ্রেস সমর্থকদের কথাতেই তিনি ভোটে দাঁড়িয়েছেন, তাঁদের উৎসাহেই ভোটে দাঁড়িয়েছেন৷ এই জোটের দাবি উঠে এসেছে একেবারে নীচুতলা থেকে৷ উপরের তলার নেতৃত্ব সেটি মেনে নিতে পেরেছে৷

ছবি: পিটিআই
ছবি: পিটিআই
কলকাতা: এ বার লোকসভা ভোটে বামেদের প্রার্থী তালিকায় তারুণ্যের ছড়াছড়ি৷ এ বার কী তা হলে তরুণদের এগিয়ে দিয়ে লড়াই করতে চাইছে বামেরা? নিউজ১৮ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে সিপিএমের রাজ্য সম্পাদক ও মুর্শিদাবাদ কেন্দ্রে সিপিএমের প্রার্থী মহম্মদ সেলিম বললেন, ‘এটাই তো হওয়ার কথা ছিল৷ ইনসাফ যাত্রা দিয়ে কর্মসূচি শুরু হয়েছিল৷ এ ভাবেই চলেছে৷ আমরা সিপিএমকে অনেকটা রিভ্যাম্প করেছি, রিইনভেন্ট করেছি৷ কেউ বলতে পারবে না, তাদের দলে এত তরুণকে সামনে এগিয়ে দেওয়া হয়েছে৷ সিপিএমের ক্ষেত্রে তা হয়েছে৷’
এ কথা ঠিক, এ বারের নির্বাচনে একাধিক তরুণ মুখকে প্রার্থী করেছে বামেরা৷ আর সেই প্রবণতা শুরু হয়েছিল ২০২১ সালের নির্বাচনেও৷ সেখানে দীপ্সিতা, সৃজন থেকে শুরু করে অনেক যুব সদস্যকেই প্রার্থী করেছিল সিপিআইএম৷ এ বারেও সে ধারা বজায় রেখেছে বাম শিবির৷ তবে আগে যেমন ‘সাদা চুলের দল’ বলে ঠাট্টা করা হত সিপিএমকে, এখনও কী তেমন করা যায়? সেলিম বলেছেন, না, এ বারে তো আর তেমন করে বলা যায় না৷ এটা যে কোনও ধরনের বাম সংগঠনেরই প্রকৃতি৷ তাঁরা এ ভাবে নতুন করে লিডারশিপ তৈরি করে৷ অন্যদলগুলো তো নিজেদের পারিবারিক সংগঠন বানিয়ে ফেলে৷ এখানে তো তা নয়, এখানে মাঠে লড়াই করে সংগঠন তৈরি করতে হয়৷’
advertisement
advertisement
উল্লেখ্য, সেলিম এ দিন তৃণমূল ও বিজেপি-কে কার্যত একই মঞ্চে রেখেছেন৷ তুলে এনেছেন রামনবমী প্রসঙ্গও৷ সেখানে দুই দল একই ভাবে যুক্ত বলে দুই দলকেই সাম্প্রদায়িক বলেন সেলিম৷ কিন্তু একেবারে তৃণমূল স্তরে কংগ্রেস ও বামেদের জোট হয়েছে কি? সেলিম বলছেন, হয়েছে৷ কার্যত মুর্শিদাবাদের নীচুতলার কংগ্রেস সমর্থকদের কথাতেই তিনি ভোটে দাঁড়িয়েছেন, তাঁদের উৎসাহেই ভোটে দাঁড়িয়েছেন৷ এই জোটের দাবি উঠে এসেছে একেবারে নীচুতলা থেকে৷ উপরের তলার নেতৃত্ব সেটি মেনে নিতে পেরেছে৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Interview Of MD Salim: ‘তরুণ ব্রিগেড তৈরি করতে সময় লাগে, ভারতে এমন আর কোনওদলে নেই’, বললেন সেলিম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement