মতুয়াদের উৎসবে যোগ দিতে যাওয়ায় সুবিধার হাত বাড়াল রেল, মিলছে দেদার ছাড়

Last Updated:

নাগরিকত্বের পর রেলের টিকিটে ছাড় মতুয়াদের জন্য নয়া ''তোফা" কেন্দ্রের

#বনগাঁ: বনগাঁর ঠাকুরনগরে "ঠাকুরবাড়ির" উৎসবে যেতে মতুয়া ভক্তদের জন্য টিকিটে ছাড় দিতে চলেছে রেল। রেলের টিকিটে ছাড় পেতে কেন্দ্রীয় রেলমন্ত্রী পিযূষ গয়ালের কাছে দাবি জানিয়েছিলেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। ৯ ফেব্রুয়ারী থেকে গুরু রবি দাসের ৬৪৩তম জন্মজয়ন্তী উৎসবে যোগ দিতে বারানসী যাত্রায় রেলের টিকিটে এককালীন ৫০ শতাংশ ছাড় দিয়েছিল রেল।
২০১৯ এর লোকসভা ভোটে বনগাঁ আসনে জয় ছিনিয়ে আনতে বিজেপির হাতিয়ার ছিল মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি। সিএএ কার্যকর করে সেই প্রতিশ্রুতি রক্ষা করেছে বলে দাবি করে বিজেপি। কিন্তু, ভোট বড় বালাই। আর, নাগরিকত্ব বিল আইনে পরিনত হলেও, তা নিয়ে ধ্বন্দ কাটে নি মানুষের। বরং, বেড়েই চলেছে। এরই মধ্যে এসে পড়েছে পুরভোট। আর, তা শুরু হবার আগেই, বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দিয়েছেন মমতা বন্দোপাধ্যায় আর অমিত শাহ-রা।
advertisement
advertisement
বনগাঁ আর রানাঘাট লোকসভার অধীনে থাকা মোট ২৭টি পুরসভার ভোট হবে চলতি বছরে। রাজনৈতিক মহলের মতে, ২০১১-তে ক্ষমতায় এসে ২ টাকা কিলো চাল দিয়ে জঙ্গল মহলের মুখে হাসি ফোটাতে পেরেছিলেন মমতা। ২০১৬-র বিধানসভা ভোটেও পাহাড়, জঙ্গল মহল হেসেছিল। কিন্তু, ২০১৯-এর লোকসভা ভোটে তা দিয়ে নিবাচনী বৈতরনী পেরনো যায় নি। নাগরিকত্বের আইনী স্বীকৃতির বিনিময়ে রাজ্যের দেড় কোটি মতুয়া, বনগাঁ ও রানাঘাটের মত লোকসভা আসন উপহার দিয়েছে বিজেপিকে। তাই রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ মতুয়া ভোট ব্যাঙ্ককে নিজেদের দখলে রাখতে হলে, শুধু সিএএ দিয়ে চিঁড়ে ভিজবে না, বিলক্ষন বুঝছে বিজেপি। সে কারনেই বিধানসভার সেমিফাইনাল পুরভোটের আগে তৃণমূলের দেখানো পথেই ডোল রাজনীতেতে ফিরল বিজেপি।
advertisement
বনগাঁ ঠাকুরনগরে আগত মতুয়া ভক্তদের জন্য এই ছাড়ের আর্জি জানিয়ে ৩ ফেব্রুয়ারী চিঠি দেন শান্তনু। গত ১৯ ফেব্রুয়ারী জবাবি চিঠিতে এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ করার কথা জানিয়ে শান্তনু ঠাকুরকে চিঠি পাঠয়েছেন রেলমন্ত্রী পিযূষ গয়াল।
ARUP DUTTA
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মতুয়াদের উৎসবে যোগ দিতে যাওয়ায় সুবিধার হাত বাড়াল রেল, মিলছে দেদার ছাড়
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement