Kolkata Fire: দাউদাউ করে জ্বলছে নামী হোটেল! কলকাতায় সাংঘাতিক আগুন, মৃত ১...
- Reported by:Anup Chakraborty
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
মৃতের নাম মনোজ পাসওয়ান। বয়স ৪০ বছর। কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে এলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। বুধবার ময়নাতদন্ত করা হবে।
কলকাতা: ভয়াবহ আগুন মধ্য কলকাতার মেছুয়াবাজার সংলগ্ন এলাকায়। দাউদাউ জ্বলছে হোটেল, ঘটনাস্থলে মৃত এক।
সূত্রের খবর, জোড়াসাঁকোর কাছে একটি হোটেলে আগুন লাগে। আগুন আতঙ্কে ঝাঁপ দিতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। আগুন নিয়ন্ত্রণে আনতে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তড়িঘড়ি পৌঁছে গিয়েছে দমকল। তবে কী কারণে আগুন লাগল এবং কীভাবেই বা লাগল তা এখনও জানা যায়নি। সূত্রের খবর, মৃতের নাম মনোজ পাসওয়ান। বয়স ৪০ বছর। কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে এলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। বুধবার ময়নাতদন্ত করা হবে।
advertisement
advertisement
মঙ্গলবার রাতে মধ্য কলকাতার মেছুয়াবাজার সংলগ্ন হোটেলে আগুন লাগে। পুলিশ ও দমকলের পক্ষ থেকে বার বার মাইকে বলা সত্ত্বেও এক জন আগুন থেকে নিজেকে বাঁচাতে উপর থেকে ঝাঁপ দেন। তাঁকে বাঁচানো যায়নি বেশ কয়েক জন হোটেলের কার্নিশে চলে আসেন। আহতদের মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, যে বহুতলে আগুন লেগেছে তার আশেপাশে প্রচুর দোকান ও বাড়ি রয়েছে। দ্রুত আগুন ছড়িয়ে পড়া রুখতে ব্যবস্থা নেওয়া হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ১০টি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে। আরও এক মহিলাকে উদ্ধার করা চলছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 29, 2025 9:39 PM IST










