Deys Medical Fire: বন্ডেল গেটে দেজ মেডিক্যালের কারখানায় ভয়াবহ আগুন, লাগোয়া বহুতলগুলিতেও আতঙ্ক! ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Rounak Dutta Chowdhury
Last Updated:
যেহেতু ওষুধের কারখানার ভিতরে প্রচুর পরিমাণে রাসায়নিক মজুত করা ছিল, তাই আগুন কারখানার ভিতরে দ্রুত ছড়িয়ে পড়েছে৷
বন্ডেল গেটের কাছে দেজ মেডিক্যালের কারখানায় ভয়াবহ আগুন৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দশটি ইঞ্জিন৷ গোটা এলাকা ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়৷
যেহেতু ওষুধের কারখানার ভিতরে প্রচুর পরিমাণে রাসায়নিক মজুত করা ছিল, তাই আগুন কারখানার ভিতরে দ্রুত ছড়িয়ে পড়েছে৷ বন্ডেল গেট চত্বরে রাস্তায় যান চলাচলও বন্ধ রাখা হয়েছে৷ এই কারখানাটি আবাসিক এলাকায় হওয়ায় আতঙ্ক আরও বেড়েছে৷ আশেপাশের বহুতলের ছাদে উঠে সেখান থেকে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দমকল কর্মীরা৷
এখনও কারখানার ভিতরে প্রবেশ করতে পারেননি দমকলকর্মীরা৷ কারখানার একেবারে গা লাগোয়া আবাসিক বহুতল রয়েছে, তাই যে কোনও ভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে৷ কারখানার ভিতরে আগুনের উৎসস্থলেও পৌঁছনো সম্ভব হচ্ছে না৷ বিকেল চারটে নাগাদ আগুন লাগে বলে খবর৷
advertisement
advertisement
প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় কারখানার দোতলায় আগুনের উৎসস্থলের কাছে পৌঁছতে পারেন দমকলকর্মীরা৷ আগুন আরও বড় আকার নেওয়ার আগেই তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়৷ কারখানার ভিতরে থাকা এক কর্মী অগ্নিকাণ্ডের ঘটনায় অল্প আহত হয়েছেন বলে খবর৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 02, 2025 5:26 PM IST