৪৯৮ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিকে প্রথম, দেখে নিন শোভন মণ্ডল ও রাজর্ষি বর্মনের মার্কশিট

Last Updated:
#কলকাতা: এবার উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে স্থান পেয়েছে ১৩৭ জন। প্রথম হয়েছে বীরভূম জেলা স্কুলের শোভন মণ্ডল। বিজ্ঞান বিভাগের ছাত্র শোভন পেয়েছে ৪৯৮ নম্বর। যৌথভাবে প্রথম হয়েছে রাজর্ষি বর্মন ৷
বাংলা, কেমিস্ট্রি, অঙ্কে ১০০ পেয়েছে শোভন ৷ ইংরেজি ও বায়োলজিতে ৯৯ পেয়েছে শোভন ৷ পদার্থবিদ্যায় শোভন পেয়েছে ৯৫ ৷
IMG-20190527-WA0108
advertisement
অন্যদিকে বাংলায় ৯১ পেয়েছে রাজর্ষি ৷ ইংরেজি, কেমিস্ট্রিতে রাজর্ষি পেয়েছে ১০০ ৷ ফিজিক্স, অঙ্কেও ১০০ পেয়েছে রাজর্ষি ৷
বায়োলজিতে ৯৮ পেয়েছে রাজর্ষি ৷
advertisement
এবছর ছাত্রদের থেকে ছাত্রী পরীক্ষার্থীর হার ৬.২৬ শতাংশ বেশি ৷ পরীক্ষা শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি ৷ শেষ হয়েছিল ১৩ মার্চ ৷ ৭৪ দিনের মাথায় প্রকাশিত ফল ৷ এবছর মোট পাশের হার ৮৬.২৯%৷ ছেলেদের পাশের হার ৮৭.৪৪% ৷ মেয়েদের পাশের হার ৮৫.৩০% ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
৪৯৮ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিকে প্রথম, দেখে নিন শোভন মণ্ডল ও রাজর্ষি বর্মনের মার্কশিট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement