Bomb Threat in Schools: পড়ুয়ারা এলেই বিস্ফোরণ! কলকাতা-সহ রাজ্যের একাধিক স্কুলে হুমকি মেইল, তদন্তে পুলিশ
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
Bomb Threat in Schools: কলকাতা-সহ রাজ্যের বেশ কয়েকটি স্কুলে হুমকি মেইল৷ বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে স্কুল। এই মর্মেই এসেছে হুমকি মেইল এসেছে স্কুল কতৃপক্ষের কাছে৷ সূত্রের খবর, কলকাতা পুলিশের কাছে বেশ কয়েকটি স্কুল থেকে এসেছে এমনই অভিযোগ৷
কলকাতা: কলকাতা-সহ রাজ্যের বেশ কয়েকটি স্কুলে হুমকি মেইল৷ বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে স্কুল। এই মর্মেই হুমকি মেইল এসেছে স্কুল কতৃপক্ষের কাছে বলে দাবি৷ সূত্রের খবর, কলকাতা পুলিশের কাছে কলকাতা, শিলিগুড়ি-সহ রাজ্যের একাধিক স্কুল থেকে এসেছে এমনই অভিযোগ৷
মেইল গুলি কোথা থেকে এসেছে, কে বা কারা করেছে, সমস্ত দিক খতিয়ে দেখছ পুলিশ৷ সূত্রের খবর অনুযায়ী, কলকাতা কলকাতা পুলিশের সাইবার শাখা পুরো বিষয়টি তদন্ত করে দেখছে৷ কলকাতা পুলিশ৷
advertisement
advertisement
সূত্রের খবর অনুযায়ী, শুধু কলকাতা নয়, কলকাতার পাশাপাশি শিলিগুড়ির বেশ কয়েকটি স্কুলেও এমনই হুমকি মেইল পাঠানো হয়েছে বলেই অভিযোগ৷
জানা গিয়েছে, ইমেইল-এ লেখা ছিল, ‘‘শ্রেণিকক্ষের বাইরে বোমা রাখা আছে৷ আগামিকাল স্কুলে বাচ্চারা এলেই বোমা ফাটবে৷ আমাদের লক্ষ্য বেশি সংখ্যক মানুষকে রক্তস্রোতে ভাসিয়ে দেওয়া হয়।’’ সূত্রের খবর অনুযায়ী, ঘটনার নেপথ্যে রয়েছে দুই সন্ত্রাষবাদী দল৷ তবে এই সন্ত্রাষবাদী গোষ্ঠী সম্পর্কে এখনও বিশদে কিছু জানা যায় নি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 08, 2024 5:57 PM IST