Sealdah Local Trains Cancelled: শনিবার থেকে শিয়ালদহে বাতিল আপ ডাউন অধিকাংশ লোকাল, দু' দিন বিরাট হয়রানির আশঙ্কা
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে৷ কয়েকটি মেমু এবং এক্সপ্রেস ট্রেনও বাতিল থাকবে৷
কলকাতা: দমদম জংশন স্টেশনে ইন্টারলকিংয়ের কাজ৷ আর তার জন্য আগামী শনিবার থেকে শিয়ালদহ মেন শাখার অধিকাংশ লোকাল ট্রেনই বাতিল করার কথা জানাল পূর্ব রেল৷ এ ছাড়াও বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে৷ কয়েকটি মেমু এবং এক্সপ্রেস ট্রেনও বাতিল থাকবে৷
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী শনিবার, ২ মার্চ শিয়ালদহ থেকে রানাঘাট, হাবড়া, হাসনাবাদ, ডানকুনি, মধ্যমগ্রাম, দমদম ক্যান্টনমেন্ট, দত্তপুকুর, বারাসত, গোবরডাঙা, ব্যারাকপুর, নৈহাটি, বর্ধমান, কাটোয়া, বজবজ, ঠাকুরনগর এবং বনগাঁ পর্যন্ত আপ এবং ডাউন লাইনে যে ট্রেন চলাচল করে, তার একটি বড় অংশ বাতিল করা হয়েছে। ওই দিন চলবে না শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস, শিয়ালদহ-সিউড়ি মেমু এক্সপ্রেস এবং শিয়ালদহ-জঙ্গিপুর রোড এক্সপ্রেস (আপ এবং ডাউন)।
advertisement
advertisement
রবিবার (৩ মার্চ) শিয়ালদহ শাখায় বাতিল থাকবে রানাঘাট, হাসনাবাদ, হাবড়া, ডানকুনি, গোবরডাঙা, দত্তপুকুর, নৈহাটি, ব্যারাকপুর, বর্ধমান এবং কাটোয়া লোকালের মতো আপ এবং ডাউন ট্রেন। শিয়ালদহ-সিউড়ি মেমু এক্সপ্রেসটিও বাতিল করা হয়েছে।
তবে যাত্রীদের সুবিধার্থে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বনগাঁ থেকে বারাসতের মধ্যে চলা লোকাল ট্রেনগলি শিয়ালদহ পর্যন্ত আসবে৷ বনগাঁ-শিয়ালদহ লোকাল চলবে বারাসত পর্যন্ত। কল্যাণী সীমান্ত লোকাল কল্যাণী স্টেশন পর্যন্ত চলবে। শনিবার এবং রবিবার চক্ররেল পরিষেবাও বন্ধ রাখা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 29, 2024 11:34 PM IST










