Calcutta National Medical College: মেডিক্যাল কলেজে চিকিৎসকের অভাবে বন্ধ একাধিক বিভাগ! খাস কলকাতায় চরম হেনস্তার শিকার রোগীরা

Last Updated:

Calcutta National Medical College: জেলার কোনও সরকারি মেডিকেল কলেজ নয়! খাস কলকাতার পার্ক সার্কাসের ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং হাসপাতালে একের পর এক বিভাগ বন্ধ শুধুমাত্র চিকিৎসকের অভাবে!

মেডিক্যাল কলেজে চিকিৎসকের অভাবে বন্ধ একাধিক বিভাগ!
মেডিক্যাল কলেজে চিকিৎসকের অভাবে বন্ধ একাধিক বিভাগ!
কলকাতা: জেলার কোনও সরকারি মেডিকেল কলেজ নয়! খাস কলকাতার পার্ক সার্কাসের ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং হাসপাতালে একের পর এক বিভাগ বন্ধ শুধুমাত্র চিকিৎসকের অভাবে! নেফ্রলজি, গ্যাসট্রো, ক্যানসার সার্জারির মত একাধিক গুরুত্বপূর্ণ বিভাগ বন্ধ চিকিৎসকের অভাবে!
চিকিৎসকের অভাবে প্রায় এক বছরের বেশি সময় আগে বন্ধ হয়েছে সিটিভিএস ডিপার্টমেন্ট। তাই বন্ধ রয়েছে হৃদরোগের গুরুত্বপূর্ণ সমস্ত অস্ত্রোপচারও। আর এতেই প্রতিদিন দূর-দূরান্ত থেকে এই মেডিক্যাল কলেজ হাসপাতালে আসা রোগী এবং রোগীর আত্মীয় পরিজনদের বেজায় অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।
advertisement
advertisement
হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী,  শুধু গুরুত্বপূর্ন নেফ্রলজি, গ্যাস্ট্রো, ক্যানসার সার্জারি বা সিটিভিএস বিভাগগুলিই নয়, কোনও রকমে চলছে একাধিক বিভাগ। তার মধ্যে নৈব্নৈবচ করে চলছে শিশুদের শল্য চিকিৎসা বিভাগ। শিশুদের অস্ত্রোপচারের জন্য বিভাগে চিকিৎসক এস পি দাম নামে একজন রয়েছেন মাত্র। এর ফলে শিশুদের অস্ত্রোপচারের জন্য ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজে এসে তারিখ পেতে কার্যত কালঘাম ছুটছে শিশুদের বাবা মায়েদের।
advertisement
প্লাস্টিক সার্জারির মত অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগে রয়েছেন মাত্র ২ জন চিকিৎসক। এছাড়াও কার্ডিওলজির মত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিভাগ একজন আরএমও-সহ চিকিৎসকের সংখ্যা মাত্র তিন জন। এনাদের মধ্যে অ্যাসোসিয়েট প্রফেসর আজিজুল হক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শান্তনু দাস, এবং একজন আরএমও প্রীতম চট্টোপাধ্যায়। আর এই নিয়েই চলছে কার্ডিওলজির মত গুরুত্বপূর্ণ বিভাগটি! আর এতেই ভীষন সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের। এ বিষয়ে হাসপাতাল সুপার অর্ঘ্য মৈত্র সঙ্গে কথা বললে তিনি পূর্ণাঙ্গ বিষয়ে অধ্যক্ষর সঙ্গে কথা বলতে বলেন! কিন্তু ঘটনাচক্রে অধ্যক্ষ হাসপাতালে না থাকায় কথা বলা যায়নি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। দক্ষিণ ২৪ পরগনা সহ বেশ কয়েকটি জেলার মানুষ এই হাসপাতালের উপরই নির্ভরশীল। ফলত এই রোগীরা কার্যত হন্যে হয়ে ফিরছেন অন্য সরকারি হাসপাতালে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Calcutta National Medical College: মেডিক্যাল কলেজে চিকিৎসকের অভাবে বন্ধ একাধিক বিভাগ! খাস কলকাতায় চরম হেনস্তার শিকার রোগীরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement