‘দুয়ারে ত্রাণ’ বাড়ি ভাঙার ক্ষতিপূরণের টাকা পাচ্ছেন ৮৬ হাজারেরও বেশি, কয়েক লক্ষ আবেদনপত্র বাতিল

Last Updated:

কয়েক লক্ষ আবেদনপত্র বাতিল, চলতি সপ্তাহের মধ্যেই ক্ষতিপূরণের টাকা দেওয়ার প্রক্রিয়া অনেকটাই শেষ করা সম্ভব বলে আশাবাদী নবান্ন।

#কলকাতা: দুয়ারে ত্রাণ প্রকল্পে যত সংখ্যক আবেদন জমা পড়েছিল তার বেশিরভাগ আবেদনে কার্যত বাতিল করল নবান্ন। কিছু ক্ষেত্রে অসম্পূর্ণ এবং কিছু ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য প্রমাণ না পাওয়াতে কয়েক লক্ষ আবেদন বাতিল করল নবান্ন। সূত্রের খবর মোট ৩ লক্ষ ৮১ হাজার আবেদন জমা পড়েছিল দুয়ারে ত্রাণ প্রকল্পে। তার মধ্যে আবেদন মঞ্জুর হয়েছে ১ লক্ষ ৫৫ হাজার আবেদনকারীর বলেই সূত্রের খবর। শুধু তাই নয় দুয়ারে ত্রাণ প্রকল্পের অধীনে ইতিমধ্যেই রাজ্যের অর্থ দফতরের ৩০০ কোটি টাকা মঞ্জুর করেছে বলেই নবান্ন সূত্রে খবর।
ইয়াস বিধ্বস্ত ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য রাজ্য সরকার দুয়ারে ত্রাণ প্রকল্প শুরু করে। কৃষি দফতর,মৎস্য দফতর, প্রাণিসম্পদ দফতর, বিপর্যয় মোকাবিলা দফতর এবং ভূমি রাজস্ব দফতর এই পাঁচটি দফতরের তরফেই পৃথকভাবে ক্ষতিপূরণের টাকা দেওয়া নির্দেশিকা জারি করা হয়। সেই মোতাবেক দুয়ারে ত্রাণ প্রকল্পের অধীনে আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। আবেদন জমা নেওয়ার পর ভেরিফিকেশনের প্রক্রিয়া শুরু করা হয় পাঁচটি জেলাতেই। ভেরিফিকেশন এর পর্ব শেষ হওয়ার পর এই বেশিরভাগ আবেদন কেই বাতিল করে দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।
advertisement
নবান্ন সূত্রে জানা গেছে বীরভূম থেকে আবেদন জমা পড়েছিল ২৫২ টি। যার মধ্যে ২০১টি আবেদনকে মঞ্জুর করা হয়। দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে ১৬২৫৮৬ টি আবেদন জমা পড়ে। তার মধ্যে প্রায় ৭৮ হাজার আবেদনকে মঞ্জুর করা হয়েছে। হুগলি থেকে ৩৪০ টি আবেদনপত্র জমা পড়ে। যার মধ্যে ২৩০ টি আবেদনপত্র গ্রহণ করা হয়েছে। হাওড়া থেকে ১৮ হাজার ৮০০টি আবেদন জমা পড়ে। যার মধ্যে ৮৫০০ টি আবেদন গ্রহণ করা হয়। পশ্চিম মেদিনীপুর থেকে আবেদন জমা পড়ে ৩০ হাজার। যার মধ্য থেকে মাত্র ২হাজার ৫০০ টি আবেদনপত্র কে মঞ্জুর করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা থেকে ১ লক্ষ১৮ হাজারটি আবেদন জমা পড়ে। যার মধ্যে ৩৮হাজার ১০০ টি আবেদনপত্র মঞ্জুর করা হয়। উত্তর ২৪ পরগনা জেলা থেকে আবেদনপত্র জমা পড়ে ৫৭ হাজার ৮০০। আবেদনপত্র মঞ্জুর হয়েছে ২৭০০০ আবেদনকারীর।
advertisement
advertisement
নবান্ন সূত্রে জানা গেছে ইতিমধ্যেই ৮৬হাজার ৬১৫ জন কে বাড়ি ভাঙার ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে। শুধু তাই নয় রাজ্যের অর্থ দফতরের ইতিমধ্যেই কৃষি দফতরে ২৪৬ কোটি টাকা এবং বিপর্যয় মোকাবিলা দফতর কে ৫০ কোটি টাকার অর্থ মঞ্জুর করেছে ক্ষতিপূরণের টাকা দেওয়ার জন্য। বাকি দফতরগুলিকেও অর্থ দফতরের তরফে টাকা মঞ্জুর করার প্রক্রিয়া চলছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। সেক্ষেত্রে চলতি সপ্তাহের মধ্যেই ক্ষতিপূরণের টাকা দেওয়ার প্রক্রিয়া অনেকটাই শেষ করা সম্ভব বলে আশাবাদী নবান্ন।
advertisement
SOMRAJ BANDOPADHYAY
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘দুয়ারে ত্রাণ’ বাড়ি ভাঙার ক্ষতিপূরণের টাকা পাচ্ছেন ৮৬ হাজারেরও বেশি, কয়েক লক্ষ আবেদনপত্র বাতিল
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement