Maniktala By Election: 'ভোট দিতে এলেই গুলি করে দেব', কাঠগড়ায় কেন্দ্রীয় বাহিনী! বিস্ফোরক অভিযোগ
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Maniktala By Election: ভোটারদের অভিযোগ শুনে এলাকায় ছুটে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পান্ডে।
কলকাতা: মানিকতলা উপনির্বাচনে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। ভোট দিতে গেলে গুলি করার হুমকি দেওয়া হয়, দাবি ভোটারদের। কলকাতা পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ডের মানিকতলা বাস ডিপোর ভেতরে বুথের ঘটনা। ১৬৭ মানিকতলা বিধানসভা কেন্দ্রের ২৩৪ নম্বর বুথে ওই ঘটনা ঘটে বলে অভিযোগ।
ভোটারদের অভিযোগ শুনে এলাকায় ছুটে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পান্ডে। ভোটারদের থেকে তিনি অভিযোগ শুনে নির্বাচন কমিশনে জানাবেন বলে জানিয়েছেন। তবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কোথাও কোথাও বেশি সক্রিয় বলেও অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। প্রিসাইডিং অফিসারের কাজ নিজেরা উপযাজক হয়ে করছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, অভিযোগ তৃণমূল প্রার্থীর।
advertisement
advertisement
এদিকে, বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, ”শুধু বুথের ভেতরেই নয়, আগামী নির্বাচন থেকে যাতে বুথের ভেতরেও কেন্দ্রীয় বাহিনী থাকে, কমিশনকে আমরা সেটা জানাব। বুথের ভেতর যদি কেন্দ্রীয় বাহিনী থাকে তাহলে ভোটের সব হিসেব পাল্টে যাবে। আগামী বিধানসভা নির্বাচন ২৬ সালে নয়, যেটা পঁচিশে হবে তাতে যাতে পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্যে বুথের ভেতর কেন্দ্রীয় বাহিনী, এই ব্যবস্থাও রাখা হয় সেই দাবি জানানো হবে।”
advertisement
এদিকে, বাগদার বিজেপি প্রার্থীর আক্রান্তের ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। অবিলম্বে ফোর্স পাঠানোর নির্দেশ কমিশনের। ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের থেকে রিপোর্ট চাইল কমিশন। অবিলম্বে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নির্দেশ কমিশনের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে। প্রয়োজনে আরও নিরাপত্তা বাড়ানোর নির্দেশ কমিশনের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 10, 2024 2:01 PM IST










