মানিক ‘কোথায়’? সিবিআই দফতরে 'গরহাজির'! সন্ধান চেয়ে ডায়েরি যাদবপুর থানায়

Last Updated:

Manik Bhattyacharya: রাত ৮টা নাগাদ মানিক ভট্টাচার্যের হাজিরার কথা থাকলেও, তিনি হাজিরা দেননি। যদিও তাঁকে এক দিনের জন্য রক্ষাকবচ দিয়েছে সুপ্রিম কোর্ট।

মানিক ভাট্টাচার্য
মানিক ভাট্টাচার্য
#কলকাতা : নির্দিষ্ট সময় পেরিয়ে গেল। দেখা মিলল না মানিক ভট্টাচার্যের। মানিক ভট্টাচার্য এলেন না সিবিআই দফতরে। রাত আটটার মানিক ভট্টাচার্যর বাড়ি থেকে বেড়িয়ে হাইকোর্টের এ সি পি দেবাশীষ গঙ্গোপাধ্যায় যাদবপুর থানায় জেনারেল ডাইরি করেন।
রাত ৮টা নাগাদ মানিক ভট্টাচার্যের হাজিরার কথা থাকলেও, তিনি হাজিরা দেননি। যদিও তাঁকে এক দিনের জন্য রক্ষাকবচ দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে মঙ্গলবার তিনি সিবিআই দফতরে গেলে তাঁকে গ্রেফতার করতে পারবে না সিবিআই।
advertisement
advertisement
সিবিআই দফতরে তিনি হাজিরা না দেওয়ায় এরপরেই প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে জেনারেল ডায়েরি করা হল ভবানীপুর থানায়। মঙ্গলবার ওই জেনারেল ডায়েরিটি করেন কলকাতা হাই কোর্টের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ (এসিপি)।
সূত্রের খবর, এসিপি-কে হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের প্রতিলিপি দেন। তার ভিত্তিতেই পুলিশ মানিক ভট্টাচার্যের খোঁজ শুরু করে। খুঁজে না পাওয়ার কারণে নিখোঁজ ডায়েরি দায়ের করা হয় আজ যাদবপুর থানায়।
advertisement
এর আগে একাধিকবার ইডি ও সিবিআই-এর নোটিস দেওয়া হয়েছে মানিককে। বেশ কয়েকবার হাজিরাও দিয়েছেন তিনি। তবে সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে ইডি-র পেশ করা চার্জশিটে মানিকের নাম থাকায়, অভিযোগ আরও স্পষ্ট নয়। ইডি দাবি করেছে, করোনাকালে বিভিন্ন কলেজ থেকে পড়ুয়া পিছু ৫০০ টাকা করে নিতেন মানিক। শুধু তাই নয়, মানিকের বিরুদ্ধে বিভিন্ন সময় টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল, সে কথা নাকি জানতেন খোদ পার্থ চট্টোপাধ্যায়। এমনটাই দাবি সূত্রের।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মানিক ‘কোথায়’? সিবিআই দফতরে 'গরহাজির'! সন্ধান চেয়ে ডায়েরি যাদবপুর থানায়
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement