শিক্ষকদের বদলি নিয়ে বড় খবর! ডিসেম্বর পর্যন্ত উৎসশ্রী পোর্টালে বদলি স্থগিত, আসছে নির্দেশিকা
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
West Bengal Teacher: ডিসেম্বর মাস পর্যন্ত উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বদলি প্রক্রিয়া স্থগিত করল রাজ্য স্কুল শিক্ষা দফতর। তবে বদলি প্রক্রিয়া স্থগিত করলেও এর জন্য একটি নির্দিষ্ট নীতি তৈরি করছে রাজ্য স্কুল শিক্ষা দফতর।
ইতিমধ্যেই এই বদলি প্রক্রিয়া নিয়ে বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যদিও গত সপ্তাহে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষকদের বদলি প্রক্রিয়া স্থগিত করে দিয়েছে। মূলত শিক্ষক নিয়োগ নিয়ে শূন্য পদ যাতে সংরক্ষিত থাকে তার জন্য এই বদলি প্রক্রিয়া স্থগিত করে দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সূত্রের খবর রাজ্য এগোচ্ছে নতুন নিয়োগের দিকে। অর্থাৎ নবম-দশম,একাদশ- দ্বাদশ স্তরে স্কুল শিক্ষা দফতর নতুন নিয়োগের প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই তার শূন্য পদ চূড়ান্ত হয়ে গিয়েছে। রোস্টার তৈরির জন্য অনগ্রসর কল্যাণ দফতরকে পাঠানো হয়েছে। যা নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছে নবান্ন।
advertisement
advertisement
যদিও স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের দাবি এই শূন্য পদ গুলি তৈরি ও সংরক্ষিত করার জন্যই গোটা বদলি প্রক্রিয়াকে আপাতত স্থগিত রাখা হল। ইতিমধ্যেই এই উৎসশ্রী পোর্টালের মাধ্যমে ২০ হাজারেরও বেশি শিক্ষক বাড়ির কাছে বদলির সুযোগ পেয়েছেন। কয়েক হাজার প্রাথমিক শিক্ষক ও এই পোর্টালের মাধ্যমে বদলির সুযোগ পেয়েছেন। মঙ্গলবার আনুষ্ঠানিক ঘোষণা হলেও শীঘ্রই রাজ্য স্কুল শিক্ষা দফতরেরর তরফে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হবে বলেই দাবি করেছে স্কুল শিক্ষা দফতর।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view commentsLocation :
First Published :
September 27, 2022 7:37 PM IST

