Manik Bhattacharya: নিজের স্বার্থে পরিবারকেও ঢাল করেন মানিক, আদালতে চাঞ্চল্যকর অভিযোগ ইডি-র

Last Updated:

চাঞ্চল্যকর অভিযোগ করে ইডি-র পক্ষ থেকে দাবি করা হয়, মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়ের নামে এক ব্যক্তির সঙ্গে একটি জয়েন্ট অ্যাকাউন্ট ছিল মানিকের স্ত্রী শতরূপা ভট্টোচার্যের৷ যিনি সম্পর্কে তাঁর পিসেমশাই হন৷

মানিক ভট্টাচার্য৷
মানিক ভট্টাচার্য৷
#কলকাতা: জামিন পেলেন না মানিক ভট্টাচার্য৷ আগামী ১০ নভেম্বর পর্যন্ত মানিকের জেল হেফাজতের নির্দেশ দিল ইডি-র বিশেষ আদালত৷ সওয়াল করতে গিয়ে এ দিন মানিকের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ করেন ইডি-র আইনজীবী৷ ইডি-র তরফে অভিযোগ করা হয়, নিজের দুর্নীতি আড়াল করতে স্ত্রী সহ পরিবারের সদস্যদের ঢাল হিসেবে ব্যবহার করতেও পিছপা হননি মানিক৷
মানিকের জামিনের আর্জি জানিয়ে এ দিন তাঁর আইনজীবী দাবি করেন, ইডি-র সঙ্গে প্রথম থেকে সহযোগিতা করা হলেও গ্রেফতার করা হয়েছে তৃণমূল বিধায়ককে৷ যে কোনও শর্তে জামিনের আবেদন জানান তিনি৷
advertisement
যদিও ইডি-র হয়ে সওয়াল করতে উঠে মানিকের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ করেন ইডি-র আইনজীবী ফিরোজ এডুলজি৷ নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মানিক ভট্টাচার্যের নিবিড় যোগ পাওয়া গিয়েছে বলেও অভিযোগ করেন তিনি৷ পাশাপাশি, পার্থ এবং মানিকের হোয়াটসঅ্যাপ চ্যাটের কথাও উল্লেখ করেন ইডি-র আইনজীবী৷
advertisement
এর আগে মানিকের ছেলে শৌভিক চক্রবর্তীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা ২ কোটি ৭০ লক্ষ টাকার হিসেব নিয়ে প্রশ্ন তুলেছিল ইডি৷ এ দিন আদালতে মানিক ভট্টাচার্যের স্ত্রী এবং তাঁর পিসেমশাইয়ের নামে থাকা একটি অ্যাকাউন্ট নিয়ে প্রশ্ন তোলেন ইডি-র আইনজীবী৷
advertisement
চাঞ্চল্যকর অভিযোগ করে ইডি-র পক্ষ থেকে দাবি করা হয়, মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়ের নামে এক ব্যক্তির সঙ্গে একটি জয়েন্ট অ্যাকাউন্ট ছিল মানিকের স্ত্রী শতরূপা ভট্টোচার্যের৷ যিনি সম্পর্কে তাঁর পিসেমশাই হন৷ ১৯৮১ সালে সেই অ্যাকাউন্টটি খোলা হয়৷ ইডি-র অভিযোগ, ২০১৬ সালে প্রয়াত হন মৃত্যুঞ্জয় চক্রবর্তী৷ কিন্তু তার পরেও সেই তথ্য ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানাননি মানিকের স্ত্রী বা তাঁদের পরিবারের কেউ৷ বরং ২০১৯ সালে ব্যাঙ্কে জমা দেওয়া কেওয়াইসি তথ্যে মৃত ব্যক্তির নাম এবং প্যান কার্ডের মতো তথ্য ব্যবহার করে কেওয়াইসি আপডেট করা হয়৷ ওই অ্যাকাউন্টেই মানিকের স্ত্রীর নামে একটি ২ কোটি টাকার ফিক্সড ডিপোজিটও রয়েছে৷
advertisement
ইডি-র আইনজীবী প্রশ্ন করেন, কোনও উপার্জন ছাড়া কীভাবে ২ কোটি টাকা পেলেন মানিকের স্ত্রী? পাশাপাশি, ইডি-র আইনজীবী আরও দাবি করেন, মৃত ব্যক্তির তথ্য ব্যবহার করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু রেখে গুরুতর অপরাধ করেছেন মানিকের স্ত্রী৷
কটাক্ষের সুরে ইডি-র আইনজীবী আরও বলেন, 'সাধারণ মানুষ পরিবারের স্বার্থে নিজেকে ঢাল করেছে, কিন্তু এখানে নিজের স্বার্থেই পরিবারকে ঢাল করেছেন মানিক বাবু৷' শুধু মানিকের স্ত্রীই নন, তাঁর ছেলে সহ পরিবারের সদস্যদের বাইরের বেশ কয়েকজনের সঙ্গে এরকমই রহস্যময়
advertisement
অ্যাকাউন্টের খোঁজ মিলেছে বলেও আদালতে দাবি করেছে ইডি৷ দু' পক্ষের সওয়াল শুনে শেষ পর্যন্ত আগামী ১০ নভেম্বর পর্যন্ত মানিক ভট্টাচার্যের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত৷ একই সঙ্গে সিবিআই এবং ইডি-র তদন্তকারী আধিকারিকরা জেলে গিয়েও মানিককে জেরা করতে পারবে বলে জানিয়ে দেন বিচারক৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Manik Bhattacharya: নিজের স্বার্থে পরিবারকেও ঢাল করেন মানিক, আদালতে চাঞ্চল্যকর অভিযোগ ইডি-র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement