Manik Bhattacharya: মানিক ভট্টাচার্যের ছেলে ও স্ত্রীয়ের জেল হেফাজত, কেঁদে ভাসালেন মানিকের পুত্রবধূ

Last Updated:

Manik Bhattacharya: আগামী ৬ মার্চ পর্যন্ত জেলা হেফাজতে থাকবেন এই দু’জন৷ আর সেই শুনেই কেঁদে ফেললেন মানিকের পুত্রবধূ৷

মানিক ভট্টাচার্যের ফাইল ছবি
মানিক ভট্টাচার্যের ফাইল ছবি
কলকাতা: আদালতে মানিক ভট্টাচার্যের ছেলে শৌভিকের পা ধরে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মানিক ভট্টাচার্যের ছেলে৷ কোর্ট লক-আপে কান্নায় ভেঙে পড়লেন তিনি৷ সব মিলিয়ে এক অদ্ভুত ঘটনা ঘটল আদালতের লক-আপে৷ নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য ও পুত্র শৌভিক ভট্টাচার্যকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷ আগামী ৬ মার্চ পর্যন্ত জেলা হেফাজতে থাকবেন এই দু’জন৷ আর সেই শুনেই কেঁদে ফেললেন মানিকের পুত্রবধূ৷
এর আগে লন্ডনের বাড়ি নিয়ে একপ্রস্থ সওয়াল-জবাব চলে দু’পক্ষের মধ্যে৷ সৌভিকের আইনজীবীর পক্ষ থেকে বলা হয়, আগের অ্যাপ্লিকেশনে এই কথাগুলো তোলা হয়নি৷ লন্ডনে এ কারওর সম্পত্তি থাকলে তো সেটা পাবলিক ডোমেনে দেখা যায়৷ যে বাড়ির কথা বলা হচ্ছে, ওখানে উনি ভাড়ায় ছিলেন৷ পরে আবার যখন গিয়েছিলেন তখন তিনি সেটাকে রেসিডেন্স বলে গিয়েছিলেন৷
advertisement
advertisement
আরও পড়ুন: ১ লিটার দুধের প্যাকেট ২১০ পাক রুপি, ১ কেজি চিকেন ছুঁয়েছে ৭৮০ পাক রুপি, খাবারের আকাশছোঁয়া দামে নাভিশ্বাস পাকিস্তানবাসীর
সেই প্রশ্নের উত্তরে বিচারক বলেন, ওর ভিসা-এ স্টুডেস্ট লেখা আছে কোথাও কোথাও৷ আর দু’বার লেখা আছে রেসিডেন্ট অ্যান্ড রিএন্ট্রি৷ আপনারা বুঝিয়ে বলুন৷ তার পর আইনজীবী বলেন, ২০১৬ সালে অগাস্ট মাসে প্রথমবার লন্ডনে যান৷ পড়তে৷ তখন ভিসা অ্যাপ্লাই করেন৷ বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট দেওয়া হয়৷ ২০১৮ পর্যন্ত আমাকে ভিসা অ্যাপ্লাই করতে দেওয়া হয়নি৷ যে হেতু রেসিডেন্ট পারমিটে গিয়েছিলাম, তাই সেটিকে রেসিডেন্ট রি-এন্ট্রি লেখা থাকে৷
advertisement
শৌভিক আরও বলেন, ‘‘আমি ২০১৬ সালের অগাস্টে প্রথমবারের জন্য ইউকে যাই৷ দেড় বছরের ভিসায়৷ তিন মাসের বেশি থাকলে একটি কার্ড দেওয়া হয়৷ আমার প্রথম স্টুডেন্ট ভিসা পাওয়ার পর একমাস সময় থাকে৷ পরে কার্ড ইস্যু হয়৷ পরে আমি রেসিডেন্স পারমিট নিয়ে আবার গিয়েছিলাম৷’’
সৌরভ তিওয়ারি
বাংলা খবর/ খবর/কলকাতা/
Manik Bhattacharya: মানিক ভট্টাচার্যের ছেলে ও স্ত্রীয়ের জেল হেফাজত, কেঁদে ভাসালেন মানিকের পুত্রবধূ
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement