স্বাস্থ্যসাথী নিয়ে আরও কঠোর রাজ্য... বেসরকারি হাসপাতালগুলি ডিসপ্লে করতে হবে, যা জানানো হল...
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
কী কী চিকিৎসা সুবিধা দেয় রাজ্য? বেসরকারি হাসপাতালগুলিতে কী চিকিৎসা সুবিধা পাওয়া যায়? বেসরকারি হাসপাতালগুলিকে তার ডিসপ্লে করার ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্য দফতরকে এমনটাই নির্দেশ নবান্নের।
কলকাতা: স্বাস্থ্যসাথী নিয়ে আরও কঠোর রাজ্য। এর অধীনে কী কী চিকিৎসা সুবিধা দেয় রাজ্য? বেসরকারি হাসপাতালগুলিতে কী চিকিৎসা সুবিধা পাওয়া যায়? বেসরকারি হাসপাতালগুলিকে তার ডিসপ্লে করার ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্য দফতরকে এমনটাই নির্দেশ নবান্নের।
বেসরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা করাতে এসে যাতে রোগীর পরিবারের লোকজনদের নজরে পরে, তেমন জায়গাতেই ডিসপ্লে করাতে হবে সেই বোর্ড। অনেক সময় স্বাস্থ্যসাথীর অধীনে চিকিৎসা করাতে এসে ভুল বোঝানোর অভিযোগ ওঠে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম গুলির বিরুদ্ধে।স্বাস্থ্যসাথীর অধীনে চিকিৎসা ব্যবস্থার সুবিধা কী কী, তা নিয়ে ভুল বোঝানোরও অভিযোগ ওঠে হাসপাতাল ও নার্সিংহোমগুলির বিরুদ্ধে। ভুল বোঝানোর জেরে স্বাস্থ্যসাথীর বদলে তাদের নিজেদের পকেটের টাকা দিয়েই চিকিৎসা করাতে হয় বলেই অভিযোগ। এবার তা নিয়ে কড়া মনোভাব নবান্নের।
advertisement
ট্যাবের টাকা গায়েব হওয়ার অভিযোগ ক্রমেই বাড়ছে। জেলার ছাড়িয়ে এ বার কলকাতায় ছড়িয়ে পড়েছে সেই অভিযোগ। একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব কেনার জন্য দেওয়া টাকা অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাওয়া আবার কারও অ্যাকাউন্টে দ্বিগুণ টাকা ঢোকার ঘটনা ঘিরে শোরগোল রাজ্যে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 14, 2024 1:57 PM IST