রুনিদের খেলার লাইভ স্ক্রিনিংয়ের ব্যবস্থা এবার ইস্টবেঙ্গল ক্লাবে
Last Updated:
ভারতীয় সমর্থকদের কথা ভেবে এখানে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যাচগুলির লাইভ স্ক্রিনিং-এর ব্যবস্থা করেছে ক্লাব কর্তৃপক্ষ ৷
#কলকাতা: ফুটবল নিয়ে আগ্রহের ব্যাপারে কলকাতা দেশের অন্যান্য শহরে থেকে এগিয়ে থাকলেও ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ফ্যানের সংখ্যা নিতান্ত কম নয় এদেশে ৷ ভারতীয় সমর্থকদের কথা ভেবে এখানে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যাচগুলির লাইভ স্ক্রিনিং-এর ব্যবস্থা করেছে ক্লাব কর্তৃপক্ষ ৷ যার নাম #ILOVEUNITED ৷
এদেশে এই ইভেন্ট অবশ্য প্রথমবার নয় ৷ এর আগেও বেঙ্গালুরু এবং মুম্বইতে ম্যান ইউ-র ম্যাচের লাইভ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে ৷ কলকাতার সমর্থকরাই বা এর থেকে বঞ্চিত হবেন কেন ? এখানের দর্শকরা তো রাত রাত জেগেও ইপিএল-চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দেখতে ভালবাসেন ৷ এবার তাই ফুটবলপ্রেমী বাঙালিকে হতাশ করেনি ইংল্যান্ডের এই বিশ্ববিখ্যাত ক্লাব ৷ আগামী ১১ ডিসেম্বর, রবিবার ইপিএলের গুরুত্বপূ্র্ণ ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম টটেনহ্যাম হটস্পার ম্যাচটির লাইভ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে কলকাতায় ৷ আর সেটাও দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাবগুলির মধ্যে অন্যতম ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে ৷
advertisement
ম্যান ইউ-র ক্লাব অ্যাম্বাসাডর ডোয়াইট ইয়র্ক ছাড়াও এই লাইভ স্ক্রিনিং ইভেন্টে উপস্থিত থাকবেন আরও দুই প্রাক্তন ম্যাঞ্চেস্টার তারকা কুইন্টন ফরচুন এবং বোজান জরডিচ ৷ তবে ম্যাচ দেখেই সব কিছু শেষ হচ্ছে না ৷ ফ্যানদের জন্য থাকছে বিশেষ ‘legends 3v3’ কন্টেস্ট ৷ থ্রি সাইডেড এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার সুযোগ পেতে পারেন ফ্যানরা ৷ এই প্রতিযোগিতায় জিতলে ওল্ড ট্র্যাফোর্ডে গিয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যাচ লাইভ দেখার সুযোগ পাবেন বিজয়ীরা ৷ ১১ ডিসেম্বর এই লাইভ স্ক্রিনিং-এ অংশ নিতে www.manutd.com/iloveunitedindia ওয়েবসাইটে লগ ইন করে নিজের নাম নথিভুক্ত করুন ৷ আর থ্রি সাইডেড ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে ফ্যানরা রেজিস্টার করুন www.manutd.com/3v3india ৷
advertisement
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 25, 2016 3:18 PM IST