রুনিদের খেলার লাইভ স্ক্রিনিংয়ের ব্যবস্থা এবার ইস্টবেঙ্গল ক্লাবে

Last Updated:

ভারতীয় সমর্থকদের কথা ভেবে এখানে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যাচগুলির লাইভ স্ক্রিনিং-এর ব্যবস্থা করেছে ক্লাব কর্তৃপক্ষ ৷

#কলকাতা: ফুটবল নিয়ে আগ্রহের ব্যাপারে কলকাতা দেশের অন্যান্য শহরে থেকে এগিয়ে থাকলেও ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ফ্যানের সংখ্যা নিতান্ত কম নয় এদেশে ৷ ভারতীয় সমর্থকদের কথা ভেবে এখানে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যাচগুলির লাইভ স্ক্রিনিং-এর ব্যবস্থা করেছে ক্লাব কর্তৃপক্ষ ৷ যার নাম #ILOVEUNITED ৷
এদেশে এই ইভেন্ট অবশ্য প্রথমবার নয় ৷ এর আগেও বেঙ্গালুরু এবং মুম্বইতে ম্যান ইউ-র ম্যাচের লাইভ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে ৷ কলকাতার সমর্থকরাই বা এর থেকে বঞ্চিত হবেন কেন ? এখানের দর্শকরা তো রাত রাত জেগেও ইপিএল-চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দেখতে ভালবাসেন ৷ এবার তাই ফুটবলপ্রেমী বাঙালিকে হতাশ করেনি ইংল্যান্ডের এই বিশ্ববিখ্যাত ক্লাব ৷ আগামী ১১ ডিসেম্বর, রবিবার ইপিএলের গুরুত্বপূ্র্ণ ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম টটেনহ্যাম হটস্পার ম্যাচটির লাইভ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে কলকাতায় ৷ আর সেটাও দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাবগুলির মধ্যে অন্যতম ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে ৷
advertisement
ম্যান ইউ-র ক্লাব অ্যাম্বাসাডর ডোয়াইট ইয়র্ক ছাড়াও এই লাইভ স্ক্রিনিং ইভেন্টে উপস্থিত থাকবেন আরও দুই প্রাক্তন ম্যাঞ্চেস্টার তারকা কুইন্টন ফরচুন এবং বোজান জরডিচ ৷ তবে ম্যাচ দেখেই সব কিছু শেষ হচ্ছে না ৷ ফ্যানদের জন্য থাকছে বিশেষ ‘legends 3v3’ কন্টেস্ট ৷ থ্রি সাইডেড এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার সুযোগ পেতে পারেন ফ্যানরা ৷ এই প্রতিযোগিতায় জিতলে ওল্ড ট্র্যাফোর্ডে গিয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যাচ লাইভ দেখার সুযোগ পাবেন বিজয়ীরা ৷ ১১ ডিসেম্বর এই লাইভ স্ক্রিনিং-এ অংশ নিতে www.manutd.com/iloveunitedindia ওয়েবসাইটে লগ ইন করে নিজের নাম নথিভুক্ত করুন ৷ আর থ্রি সাইডেড ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে ফ্যানরা রেজিস্টার করুন www.manutd.com/3v3india ৷
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
রুনিদের খেলার লাইভ স্ক্রিনিংয়ের ব্যবস্থা এবার ইস্টবেঙ্গল ক্লাবে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement