Lake Gardens Guest House Crime: রক্তাক্ত লেক গার্ডেন্সের গেস্ট হাউজ! সঙ্গিনীকে গুলি করে আত্মঘাতী যুবক, ঘটনায় বড় ধোঁয়াশা
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Lake Gardens Guest House Crime: প্রথমে যুবত তরুণীর ঊরুতে গুলি করেন। তারপর নিজেকে মাথায় গুলি করে আত্মঘাতী হন। ঘটনাস্থলে হোমিসাইড শাখার আধিকারিকরা উপস্থিত হয়েছেন।
কলকাতা: লেক গার্ডেন্সের গেস্ট হাউজে আত্মঘাতী যুবক। সঙ্গে ছিলেন এক তরুণীকে। নিজের মাথায় গুলি করার ঠিক আগে সঙ্গিনীকে গুলি করেছিলেন যুবক। হাসপাতালে ভর্তি করানো হয়েছে তরুণীকে।
পুলিশ সূত্রে খবর, বজবজের বাসিন্দা রাকেশ কুমার সাউ এবং তাঁর সঙ্গিনী দুপুর দু’টো নাগাদ লেক গার্ডেন্সের ও গেস্ট হাউজে গিয়ে ওঠেন। তাঁরা গেস্ট হাউজের রিসেপশনে নিজেদের দম্পতি পরিচয় দিয়েছিলেন। তিন তলার একটি ঘরে ছিলেন যুবক এবং তাঁর সঙ্গিনী। বিকেল ৪:৫০ নাগাদ গেস্ট হাউজের কেয়ারটেকার একটি বিকট শব্দ শুনতে পান। পরপর দু’বার আওয়াজ শোনা যায় গুলির।
advertisement
কয়েক মুহূর্তের মধ্যেই তিনতলার ওই ঘরে কর্মচারীরা ছুটে গিয়ে দেখেন যুবক এবং ওই তরুণী দু’জনেই মাটিতে লুটিয়ে পড়ে আছেন। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে যুবকের। তড়িঘড়ি তরুণীকে যাদবপুর এলাকার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত সেই তরুণী।
advertisement
পুলিশ সূত্রে খবর, প্রথমে যুবত তরুণীর ঊরুতে গুলি করেন। তারপর নিজেকে মাথায় গুলি করে আত্মঘাতী হন। ঘটনাস্থলে হোমিসাইড শাখার আধিকারিকরা উপস্থিত হয়েছেন। কেন ওই যুগল গেস্ট হাউজে উঠেছিলেন, কেন-ই বা গুলি করে আত্মঘাতী হলেন সেই যুবক, সব মিলিয়ে ধোঁয়াশা রয়েছে ঘটনা নিয়ে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 03, 2024 7:26 PM IST