Heart Attack: গাড়ি চালাতে চালাতে হৃদরোগ! স্টিয়ারিং ধরেই মৃত্যু চালকের... কলকাতার বুকে ভয়ঙ্কর কাণ্ড
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
পুলিশ জানিয়েছে, মৃতের নাম পথ্বীজিৎ দত্ত (৫৩)৷ তিনি নিউ ব্যারাকপুরের বাসিন্দা৷
কলকাতা: নিউটাউনে চলন্ত চারচাকার স্টিয়ারিং ধরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের৷ সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ আকস্মিক এই ঘটনাটি ঘটেছে নিউটাউন অ্যাকশন এরিয়া থ্রি-র ২০ নম্বর জলের ট্যাঙ্ক সংলগ্ন একটি রাস্তার উপর৷ পুলিশ জানিয়েছে, মৃতের নাম পথ্বীজিৎ দত্ত (৫৩)৷ তিনি নিউ ব্যারাকপুরের বাসিন্দা৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সন্ধ্যায় নিজে ড্রাইভ করে যাচ্ছিলেন পৃথ্বীজিৎবাবু৷ তখন গাড়িটি নিয়ন্ত্রন হারায়৷ একের পর এক রাস্তার দু’পাশে ডিভাইডারে ধাক্কা মারতে লাগে৷ এরপর হঠাৎ গাড়িটি দাঁড়িয়ে পড়ে৷ স্ট্র্যায়ারিং ঝুঁকে থাকতে দেখা যায় চালককে৷ তখন আশপাশের লোকজন ছুটে গিয়ে পৃথ্বীজিৎবাবু উদ্ধার করে নিউটাউন থানার সংলগ্ন একটি বেসরকারি হাসপাতলে নিয়ে গেল, সেখানেই চিকিৎসকরা চালককে মৃত বলে ঘোষণা করেন৷
advertisement
advertisement
চিকিৎসকেরা পুলিশকে জানিয়েছেন, হঠাৎ হৃদযন্ত্র বিকল হয়ে ওই চালকের মৃত্যু ঘটেছে৷ হার্ট ডিজিজ এমন একটি রোগ যা রাতারাতি হয় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র তথ্য অনুযায়ী, ২০২৩ সালে সারা বিশ্বে ১.৭৯ কোটি মানুষের মৃত্যু হয়েছে হৃদরোগজনিত কারণে। এর মধ্যে ৮৫ শতাংশ মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ফলে। মানে, এই দুটি রোগই সবচেয়ে মারাত্মক।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 16, 2025 11:34 PM IST