মমতা বন্দ্যোপাধ্যায়-নবীন পট্টনায়েক বৈঠক, বিজেপি-কে রুখতে তৃতীয় বিকল্প নিয়ে আলোচনার সম্ভাবনা

Last Updated:

জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোটের কাজ এগিয়ে নিয়ে যেতে নবীন পট্টনায়েকের সঙ্গেও বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

#ভুবনেশ্বর: রাজনৈতিক কর্মসূচি না থাকলেও, মমতার ওড়িশা সফরে রাজনীতির ছোঁয়া লেগেছে। মুখ্যমন্ত্রীর ওড়িশা সফর নিয়ে বেশ কেয়কদিন ধরেই চলছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের দাবি ছিল , ব্যক্তিগত সফরে পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিতে গিয়েছেন দলনেত্রী। তবে সফরের শেষ দিনে ওড়িশার মুখ্যমন্ত্রী সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ নবীন পট্টনায়েকের বাসভবনে বৈঠক হবে দুই মুখ্যমন্ত্রীর ৷ বিজেপি-কে রুখতে কী কৌশল? তৃতীয় বিকল্প নিয়ে আলোচনার সম্ভবানা রয়েছে তাঁদের মধ্যে ৷
রাজনৈতিক মহলের মতে জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোটের কাজ এগিয়ে নিয়ে যেতে নবীন পট্টনায়েকের সঙ্গেও বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
গত সপ্তাহেই ভুবনেশ্বরে মেরুকরনে আস্থা রেখে সংগঠন বাড়ানোর প্রস্তাব নিয়েছে বিজেপি। সেই ভুবনেশ্বর থেকেই ধর্মীয় সংকীর্ণতা ও মেরুকরণের বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
বিজেপি বিরোধী জোটের প্রস্তুতিতেই ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে মনে করা হচ্ছে । আগামী দিনে বিজেপি বিরোধিতায় আরও চড়া হবে তাঁর সুর। ভুবনেশ্বরেই সেই ইঙ্গিত স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলা খবর/ খবর/কলকাতা/
মমতা বন্দ্যোপাধ্যায়-নবীন পট্টনায়েক বৈঠক, বিজেপি-কে রুখতে তৃতীয় বিকল্প নিয়ে আলোচনার সম্ভাবনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement