ভিন রাজ্যেও প্রচারে তৃণমূলনেত্রী, ৩১ মার্চ বিশাখাপত্তনমে সভা

Last Updated:
#কলকাতা: লোকসভা ভোটের প্রচার ভিন রাজ্য থেকে শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চন্দ্রবাবু নায়ডুর উদ্যোগে ৩১ মার্চ বিশাখাপত্তনমে সভা। সেখানে মোদি বিরোধীদের ঐক্যে শান দিতে অন্যতম বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। ৫ এপ্রিল অসমে গিয়ে দলীয় প্রার্থীর সমর্থনে সভা করবেন তৃণমূলনেত্রী। অসমের সভার আগেই অবশ্য উত্তরবঙ্গ থেকে রাজ্যে প্রচার শুরু করবেন তৃণমূলনেত্রী।
ঘোষণা করেছিলেন অনেক আগে। সেই মতোই ভিন রাজ্যে গিয়ে মোদি বিরোধী প্রচারে ঝড় তুলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
৩১ মার্চ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে তাঁর সভা
advertisement
এ বছরের শুরুতেই মমতার ব্রিগেড দেখেছে মোদি বিরোধী মহাজোটের মঞ্চ। সেখানে উপস্থিত ছিলেন এই মহাজোটের অন্যতম স্থপতি অন্ধ্রের মুখ্যমন্ত্রী, টিডিপির চন্দ্রবাবু নায়ডুও। এবার চন্দ্রবাবুর রাজ্যে যাচ্ছেন মমতা। সেখানে গিয়ে ফের তিনি মোদি সরকারের বিরুদ্ধে সুর সপ্তমে নিয়ে যাবেন। চন্দ্রবাবু নায়ডুর উদ্যোগে, মোদি বিরোধী সেই মঞ্চে উপস্থিত থাকার কথা অরবিন্দ কেজরিওয়াল, ওমর আবদুল্লা-সহ সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টির শীর্ষ নেতাদের।
advertisement
৫ এপ্রিল মমতার সভা অসমের ধুবড়িতে
বিজেপি শাসিত অসমে এবার ৯টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল। তাঁদের মধ্যে নুরুল ইসলাম চৌধুরীর সমর্থনে, কোচবিহার থেকে ৮০ কিলোমিটার দূরের ধুবড়িতে সভা করবেন তৃণমূলনেত্রী।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ভিন রাজ্যেও প্রচারে তৃণমূলনেত্রী, ৩১ মার্চ বিশাখাপত্তনমে সভা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement