রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে কেজরিওয়াল সকলকে ধন্যবাদ জানালেন মমতা
Last Updated:
মঙ্গলবার বিকেলে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্ঘটনার পর থেকে উদ্বেগ ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে ৷
#কলকাতা: মঙ্গলবার বিকেলে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্ঘটনার পর থেকে উদ্বেগ ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে ৷ ঘটনার খবর জানতে পারা মাত্রই অভিষেকের শারীরিক অবস্থার খোঁজ নেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৷ রাতেই তৃণমূল সাংসদের খবর নিতে ফোন করেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এছাড়াও অভিষেকের আরোগ্য কামনা করে বার্তা পাঠান দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ একাধিক হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব ৷
এদিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তৃণমূল কংগ্রেস ও বন্দ্যোপাধ্যায় পরিবারের তরফ থেকে তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে একটি বিবৃতি দেন ৷ দুর্ঘটনার পর উদ্বিগ্ন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় প্রথম ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিষেকের খোঁজ নেন এবং তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রার্থনাও করেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও এই বিবৃতিতে ধন্যবাদ জানিয়েছেন নেত্রী ৷
advertisement
We are grateful to Hon President @RashtrapatiBhvn for his concern & blessing.He was first to call and gave us strength after accident 1/5
— Mamata Banerjee (@MamataOfficial) October 18, 2016
advertisement
We are grateful to @PMOIndia who despite his busy schedule expressed his concern and offered all help for treatment of @abhishekaitc 2/6 — Mamata Banerjee (@MamataOfficial) October 18, 2016
advertisement
The Trinamool family and us thank people across political parties, from all walks of society, @ArvindKejriwal for their deep concern 4/6
— Mamata Banerjee (@MamataOfficial) October 18, 2016
ওই বিবৃতিতেই অভিষেকের বর্তমান শারীরিক অবস্থা সমন্ধে জানানো হয়েছে যে, দক্ষিণ কলকাতার বেসরকারি নার্সিংহোম বেলভিউতে চিকিৎসাধীন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি আগামী ৯৬ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে ৷ কিছু কিছু আঘাত আশঙ্কাজনক হলেও, আপাতত সুস্থ আছে অভিষেক ৷ এমআরআই-সহ বেশ কয়েকটি পরীক্ষাও করা হবে ৷ চোখের নীচের গভীর আঘাতের জন্য তাঁর সার্জারি করা হতে পারেও বলে জানা গিয়েছে ৷
advertisement
একইসঙ্গে সংবাদ মাধ্যম ও অগণিত ভক্তদেরকেও ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল পরিবারের আশা, ভক্তদের ও প্রিয়জনদের ভালোবাসা-প্রার্থনায় দ্রুতই সুস্থ হয়ে উঠবেন আহত অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷
মঙ্গলবার দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে সিঙ্গুর এলাকায় ক্রেনে আটকানো একটি বিকল গাড়িতে ধাক্কা মারে অভিষেকের গাড়ি। তৃণমূল সাংসদের কনভয়ের প্রথম গাড়িটির টায়ার ফেটে যাওয়ার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। আহত অভিষেককে কলকাতায় এনে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
advertisement
বহরমপুর থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে কলকাতা ফিরছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের বাঁ-দিকের লেন ধরে জোর গতিতে ছুটছিল তৃণমূল সাংসদের কনভয়। আচমকা হিমাদ্রি কেমিক্যাল পার হওয়ার পরই ঘটে দুর্ঘটনা।
অভিষেকের কনভয়ের সামনের গাড়িটির টায়ার ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি। গাড়িটি উল্টে গিয়ে পড়ে ডাউন ও আপ লেনের মাঝে ডিভাইডারে।
ওই গাড়িটির পিছনেই ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। সামনের গাড়ির সঙ্গে সংঘর্ষ রুখতে গিয়ে বাঁ-দিকে চলে যায় অভিষেকের গাড়ি। বাঁ-দিকে আমূল দুধের একটি বিকল গাড়িকে টেনে নিয়ে যাচ্ছিল ক্রেনটি। নিয়ন্ত্রণ হারিয়ে অভিষেকের গাড়ি ধাক্কা মারে বিকল গাড়ির সামনের অংশে। এক্সপ্রেসওয়ের ডিভাইডারে নেমে যায় অভিষেকের গাড়িটিও।
advertisement
দুর্ঘটনায় অভিষেকের গাড়ির বাঁ-দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিকল গাড়িটির বাঁদিকের অংশও একইরকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাতেই প্রাথমিক ভাবে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল বলে ধোঁয়াশা ছড়ায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 19, 2016 4:33 PM IST