Mamata Suvendu: 'কে আপনাদের নেতৃত্ব দিচ্ছে? যে চার দল বদল করে এসেছে?' বিধানসভায় কাকে নিশানা করলেন মমতা? কান পাতলেই শোনা যাচ্ছে, একটাই নাম!
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Mamata Suvendu: বিধানসভায় বলতে উঠে মুখ্যমন্ত্রী বিজেপিকে বাংলা ভাষা ইস্যুতে নিশানা করার পাশাপাশি বিধানসভায় গণ্ডগোল করার জন্য বিজেপি বিধায়কদের তীব্র আক্রমণ করেন।
কলকাতা: ফের উত্তাল বিধানসভা। কেউ ‘চোর চোর’ স্লোগানে তারস্বরে চিৎকার করছেন। কেউ বিধানসভার ওয়েলে শুয়ে পড়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ওয়েলে নেমে দলের বিধায়কদের নিয়ন্ত্রণ করছেন। বৃহস্পতিবার দিনভর চূড়ান্ত বিশৃঙ্খলার চিত্র দেখা গেল বিধানসভায়। হট্টগোলের কারণে বৃহস্পতিবার বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, অশোক দিন্দাকে বিধানসভা কক্ষ থেকে বহিষ্কার করে দেওয়ার নির্দেশ দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
বিধানসভায় বলতে উঠে মুখ্যমন্ত্রী বিজেপিকে বাংলা ভাষা ইস্যুতে নিশানা করার পাশাপাশি বিধানসভায় গণ্ডগোল করার জন্য বিজেপি বিধায়কদের তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, ”কে আপনাদের নেতৃত্ব দিচ্ছে? যে চার দল বদল করে এসেছে? নিজেকে বাঁচানোর কাজ। দলবদলু নেতার কথা শুনে ভুল পথে পা দিচ্ছেন।” রাজনৈতিক মহলের মতে, মুখে নাম না নিলেও মুখ্যমন্ত্রী এ কথা বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই নিশানা করেছেন। প্রসঙ্গত, বুধবারই শুভেন্দুকে চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
মুখ্যমন্ত্রীর সংযোজন, ”আমি জানি কে কোন বিধানসভায় তৃণমূল করত। টাকা বাঁচাতে, ইডি–সিবিআই থেকে বাঁচতে, বিজেপিতে গেছেন। মুখ লুকিয়ে চোর স্লোগান দিচ্ছে। যে হাততালি, স্লোগান দিচ্ছে সেও তৃণমূল করত। আগামিদিনে উনি মুসলিম লিগ করবেন।”
advertisement
এরপরই তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া তাপস রায়কে নিশানা করেন মমতা। নাম করেই বলেন, ”তাপস তোমার লজ্জা থাকা উচিত। তুমি তৃণমূল করতে। আর এক বড় নেতা চার বার দল বদলে আমাদের জ্ঞান দিতে এসো না।” মমতার সংযোজন, ”বাংলার মাটি বাংলার জলকে স্মরণ রাখো। তোমরা নির্লজ্জ। বাংলার মানুষ তোমাদের ধিক্কার দিচ্ছে। তোমরা দুষ্টুমি করে বাংলার কথা বলতে বাধা দিচ্ছ। মানুষ সবটা দেখছে।”
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 04, 2025 4:54 PM IST







