গোপনীয়তা রক্ষায় হস্তক্ষেপ, NRC-সহ বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রকে তোপ মমতার
Last Updated:
#কলকাতা: নাগরিকপঞ্জি নিয়ে ফের কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে খেলাশ্রীর অনুষ্ঠান থেকে তাঁর হুমকি, বারবার নাগরিকত্বের প্রমাণ দেওয়া হবে না। সেই সঙ্গে দেশের নাগরিকদের উপর নজরদারি চলছে বলেও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন তিনি। তাঁর দাবি, নাগরিকদের কোনও তথ্যই সুরক্ষিত নয়। কেড়ে নেওয়া হচ্ছে সব অধিকারও।
এনআরসি নিয়ে গত এক বছর ধরে উত্তপ্ত অসম, উত্তর পূর্ব। তার আঁচ পড়েছে এরাজ্যেও। নাগরিকপঞ্জি নিয়ে পরের টার্গেট যে বাংলা, তার ইঙ্গিত দিয়েছেন একাধিক বিজেপি নেতা। লোকসভা ভোটের আগে তাই সেই অস্ত্রকেই আরও একবার শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খেলাশ্রীর মঞ্চ থেকে তাঁর হুঁশিয়ারি, বাংলা থেকে কাউকে তাড়ান যাবে না। নাম না করে মোদিকে গব্বর সিং বলে কটাক্ষ করেন তিনি।
advertisement
advertisement
এদিনের মঞ্চ থেকে নাগরিকদের উপর কেন্দ্রের নজরদারি নিয়েও কেন্দ্রকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, কম্পিউটার, ইনটারনেট, মোবাইল - সবের মাধ্যমেই নাগরিকদের উপর নজরদারি চলছে।
advertisement
নির্বচনের দিন যত এগিয়ে আসছে, যত বাড়ছে পারদ, ততই আক্রমণের সুর চড়ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 28, 2019 3:28 PM IST