২৪ ঘণ্টার মধ্যে মেধাতালিকা প্রকাশ না করলে SSC-র সচিবকে জেলে ভরার হুঁশিয়ারি

Last Updated:
#কলকাতা: মঙ্গলবার সকাল সাড়ে দশটার মধ্যে আদালতে নম্বর ভিত্তিক মেধাতালিকা পেশ করতে হবে এসএসসি সচিবকে। নাহলে তাঁকে জেলে ভরার হুঁশিয়ারি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। আদালতের নির্দেশ সত্ত্বেও নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগে নম্বরভিত্তিক মেধাতালিকা প্রকাশই করেনি এসএসসি। তাই বিচারপতির রোষানলে কমিশন সচিব।
নবম ও দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগে ২০১৬ সালের সেপ্টেম্বরে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসি।
advertisement
বিজ্ঞপ্তিতে জানানো হয় লিখিত পরীক্ষার পর ইন্টারভিউয়ে ডাক পাওয়া প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে
-ইন্টারভিউ ও লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হবে
advertisement
---২০১৬ সালে পরীক্ষা হয়
--পরীক্ষার ফল বেরোয় ২০১৮ সালের মার্চে
পরীক্ষার্থীদের একাংশের অভিযোগ,
---২০১৬ সালের এসএসসির নিয়ম অনুযায়ী প্রথমে বেরোবে ইন্টারভিউয়ের তালিকা
-- তারপর নম্বর ভিত্তিক মেধাতালিকা
---শেষে নিয়োগতালিকা বা প্যানেল
প্রার্থীদের দাবি, কমিশন নম্বর-ভিত্তিক মেধা তালিকা প্রকাশ না করেই নিয়োগ-তালিকা প্রকাশ করে দেয়। মেধা তালিকা প্রকাশের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন প্রার্থীরা।  তাঁদের অভিযোগকে মান্যতা দিয়ে দুহাজার আঠার সালের আঠারই সেপ্টেম্বর আদালত রায় দেয়,এক মাসের মধ্যে নম্বর ভিত্তিক মেধাতালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে ৷
advertisement
তারপর তিনমাসের বেশি সময় কেটে গেলেও মেধাতালিকা প্রকাশিত হয়নি। আদালত অবমাননার মুখে পড়েন এসসিসি চেয়ারপার্সন ও সচিব। নোটিস পাঠালেও এজলাসে অনুপস্থিত ছিলেন তাঁরা।
--- ২০১৯-এর ১৮ জানুয়ারি আদালতে অবমাননার রুল জারি হয় দুজনের বিরুদ্ধে
-- রুল জারি হওয়ায় সোমবার হাইকোর্টে হাজির হন এসএসসি সচিব অশোক সাহা
advertisement
---এসএসসির চেয়ারপার্সন পরিবর্তন হওয়ায় তিনি হাজির ছিলেন না
এজলাসে এসএসসির সচিবকে দাঁড় করিয়ে শুরু হয় সওয়াল-জবাব।
সচিব বলেন, আদালতের নির্দেশ মেনে মেধাতালিকা প্রকাশ করা হয়েছে ৷
তবে তা মানতে নারাজ মামলাকারীর আইনজীবী। তাঁর দাবি,
যেটা প্রকাশ করা হয়েছে, সেটা প্যানেল, মেধাতালিকা নয় ৷
advertisement
এরপরই বিচারপতি রাজশেখর মান্থার ভর্ৎসনার মুখে পড়েন এসএসসির সচিব। বিচারপতি প্রশ্ন করেন, আপনারা যদি মেধাতালিকা প্রকাশ করেই থাকেন, তাহলে সেটা মামলাকারীদের জানাননি কেন?  মঙ্গলবারের মধ্যে হলফনামা দিয়ে মেধাতালিকা পেশ করুন। যেটা প্রকাশ করেছেন সেটা যে মেধাতালিকাই, ব্যাখ্যায় সন্তুষ্ট করতে হবে আদালতকে।  এসএসসির ব্যাখ্যা সন্তেষজনক না হলে আপনাকে জেলে পাঠাব।
আদালতের বিড়ম্বনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না স্কুল সার্ভিস কমিশনকে। কয়েকদিন আগেই রাজ্যে প্রধান শিক্ষক-শিক্ষিকা নিয়োগ প্রক্রিয়ায় একমাসের জন্য দাঁড়ি টেনে দিয়েছে আদালত। তার রেশ কাটতে না কাটতেই এবার এসএসসির সচিবকে জেলে ভরার হুঁশিয়ারি বিচারপতির।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
২৪ ঘণ্টার মধ্যে মেধাতালিকা প্রকাশ না করলে SSC-র সচিবকে জেলে ভরার হুঁশিয়ারি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement