#কলকাতা: ফের মমতার নিশানায় মোদি। অন্ধ্র-ওড়িশা সীমানায় রেল দুর্ঘটনা নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দেশের লাইফ লাইন রেলকে গুরুত্ব দিচ্ছে না কেন্দ্র। অভিযোগ মুখ্যমন্ত্রীর। দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার রাত ১১.২০ মিনিট নাগাদ, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার সীমান্তে কুনেরু স্টেশনের লাইনচ্যুত হয় জগদলপুর-ভুবনেশ্বর হীরাখণ্ড এক্সপ্রেস ৷ বেলাইন হয়ে যায় ট্রেনের ৯টি কামরা ৷ দুর্ঘটনায় মৃত্যু হয় ৩৯ জনের ৷
দুর্ঘটনার প্রতিক্রিয়ায় ট্যুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দেশের প্রধান যোগাযোগব্যবস্থা রেল ৷ রেলকর্মীদের নিয়ে আমরা গর্বিত কিন্তু ক্রমশ গুরুত্ব হারাচ্ছে রেল ৷ রেলের সুরক্ষা বাজেটেও কাটছাঁট ৷ রেল দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন বহু মানুষ ৷ আজকের দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রইল আমার ৷ দুর্ঘটনার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুক কেন্দ্র ৷’
We don't blame the Minister; he is earnest in his efforts. But govt needs to address issues urgently 4/4
— Mamata Banerjee (@MamataOfficial) January 22, 2017
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।