মেঘের রাজ্যে মমতা, তেইশের মেঘালয়কে পাখির চোখ করছেন অভিষেক

Last Updated:

মেঘালয়ের সমস্যাকে দিল্লির দরবার পর্যন্ত টেনে নিয়ে যাওয়ায় তৃণমূলে আস্থা রাখছেন মেঘালয়বাসীর একাংশ। রাজনৈতিক নেতাদের মধ্যেও তার প্রভাব চোখে পড়ছে।

রাজ্যে#মেঘালয়: তিনদিনের সফরে মেঘালয়ে মমতা। সোমবার দুপুর ২টো নাগাদ  শিলং-এ পৌঁছলেন তৃণমূলনেত্রী। এই সফরে তাঁর সঙ্গী হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রয়েছেন মেঘালয়ে তৃণমূলের পর্যবেক্ষক তথা রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়াও।
এদিন দুপুর ২টো বেজে ৯ মিনিটে শিলং বিমানবন্দরে অবতরণ করে তৃণমূলনেত্রীর বিমান। মমতার সফর ঘিরে এই পাহাড়ি রাজ্যের সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। নেত্রীকে দেখতে বিমানবন্দরের সামনেই ভিড় জমান অনেকে। তারপরে, বিমানবন্দর থেকে বেরিয়ে শিলং আসার সময় তৃণমূলনেত্রীকে দেখে 'লং লিভ টিএমসি' স্লোগান তুলে তাঁকে স্বাগত জানান মেঘালয়ের তৃণমূল সমথর্কেরা। সূত্রের খবর, মেঘালয়ের নেতাকর্মীদের মধ্যে মহিলাদের উল্লেখযোগ্য উপস্থিতিতে খুশি হয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
তৃণমূল সূত্রের খবর, মেঘালয়ে পৌঁছনোর পরে সোমবার দলীয় বিধায়ক, তথা নেতাকর্মীদের সঙ্গে ঘরোয়া আলোচনা সেরেছেন মমতা। আগামিকাল, মঙ্গলবার মূল কর্মসূচি। এদিন দুপুর ১২টায় দলীয় কর্মিসভায় যোগ দেবেন তৃণমূলনেত্রী। বিকেল ৪টে নাগাদ যোগ দেবেন ক্রিসমাস উৎসবে।
advertisement
advertisement
দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পর থেকেই বঙ্গের বাইরে ভিনরাজ্যে তৃণমূলের সংগঠন মজবুত করার দিকে বিশেষ নজর দিকে দেখা গিয়েছে অভিষেক গঙ্গোপাধ্যায়কে। ত্রিপুরা, গোয়ার মতো উত্তরপূর্বের রাজ্য মেঘালয়েও সংগঠন বাড়ানোর চেষ্টা চালিয়েছে তৃণমূল। প্রসঙ্গত, কংগ্রেসের ১১ জন বিধায়ক হাত ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দেওয়ায় বর্তমানে মেঘালয়ের প্রধান বিরোধী দলই তৃণমূল।
advertisement
রাজনৈতিক মহলের মতে, মেঘালয়ের সমস্যাকে দিল্লির দরবার পর্যন্ত টেনে নিয়ে যাওয়ায় তৃণমূলে আস্থা রাখছেন মেঘালয়বাসীর একাংশ। রাজনৈতিক নেতাদের মধ্যেও তার প্রভাব চোখে পড়ছে।
ইতিমধ্যেই দু'দফায় মেঘালয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ শিলং ও তুরায় দলীয় কার্যালয় চালু হয়েছে। অভিষেক জানিয়েছিলেন, “সবাইকে ধন্যবাদ এখানে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার জন্য৷ এখনও ভোটের ছয় মাস বাকি আছে। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলবে। ২০১৮ সালে মানুষের ভোটে যারা ক্ষমতায় এল তারা কাজ করছে না। এই সরকার বিজেপির হাতের পুতুল হয়ে আছে।”
advertisement
পাশাপাশি, সেই সময় অভিষেক দাবি করেছিলেন, বিধানসভা ভোটে তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা পেলেও সেখআনকার শাসক হবেন মেঘালরেই কোনও ভূমিপুত্র। সূত্রের খবর, অভিষেকের এই বার্তাও মনে ধরেছে মেঘালয়ের রাজনৈতিক নেতাদের।
ত্রিপুরা এবং মেঘালয়। আগামী বছর উত্তররপূর্বের এই দুই রাজ্যেই বিধানসভা নির্বাচন। এর আগে ত্রিপুরার পুর নির্বাচনে তৃণমূল প্রার্থী দিলেও বিধানসভা নির্বাচনে ভোটের লড়াইয়ে নামেনি তৃণমূল। মেঘালয়েও এর আগে ভোটে প্রার্থী দেয়নি ঘাসফুল শিবির। কিন্তু, আগামী নির্বাচনে দুই রাজ্যেই নিজেদের জমি তৈরি করতে মরিয়া মমতার দল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মেঘের রাজ্যে মমতা, তেইশের মেঘালয়কে পাখির চোখ করছেন অভিষেক
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement