Mamata Benerjee: ‘আমার উপর ভরসা রাখতে পারেন’, জুনিয়র ডাক্তারদের কাছে অনুরোধ মমতার, অবস্থান মঞ্চ থেকে আর কী কী বার্তা মুখ‍্যমন্ত্রীর?

Last Updated:

Mamata Benerjee:মমতা বন্দ‍্যোপাধ‍্যায় এদিন বলেন, ‘‘আপনারা আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আমি যখন আপনাদের ধরনা মঞ্চ পর্যন্ত আসতে পেরেছি, আমার উপর ভরসা রাখতে পারেন। আমাকে একটু সময় দিন সাধ্যমত চেষ্টা করব।’’

‘আমার উপর ভরসা রাখতে পারেন’, জুনিয়র ডাক্তারদের কাছে অনুরোধ মমতার, অবস্থান মঞ্চ থেকে আর কী কী বার্তা মুখ‍্যমন্ত্রীর?
‘আমার উপর ভরসা রাখতে পারেন’, জুনিয়র ডাক্তারদের কাছে অনুরোধ মমতার, অবস্থান মঞ্চ থেকে আর কী কী বার্তা মুখ‍্যমন্ত্রীর?
কলকাতা: স্বাস্থ‍্য ভবনের জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চে আচমকা পৌঁছে গেলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। অবস্থানরত ডাক্তারদের সঙ্গে কথা বলেন মুখ‍্যমন্ত্রী। মমতার সঙ্গেই রয়েছেন রাজ‍্যে পুলিশের ডিজি রাজীব কুমার। মুখ‍্যমন্ত্রী পৌঁছানোর পরও ‘উই ওয়ান্ট জাস্টিস স্লোগান ওঠে’। এবার অবস্থান মঞ্চ থেকে তাঁর উপর আস্থা রাখতে অনুরোধ করলেন মুখ‍্যমন্ত্রী।
মমতা বন্দ‍্যোপাধ‍্যায় এদিন বলেন, ‘‘আপনারা আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আমি যখন আপনাদের ধরনা মঞ্চ পর্যন্ত আসতে পেরেছি, আমার উপর ভরসা রাখতে পারেন। আমাকে একটু সময় দিন সাধ্যমত চেষ্টা করব।’’
advertisement
advertisement
মুখ‍্যমন্ত্রী আরও বলেন, ‘‘বিনা কারণে কাউকে সাজা দেওয়া যায় না। যদি প্রমাণিত হয় নিশ্চয়ই সাজা দেব। সুপ্রিম কোর্টে কেস চলছে। আমি চাইনা আপনাদের কোন ক্ষতি হোক। আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি। আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি। আপনাদের আন্দোলনে সমব্যথী ও সমসাথী। আপনারা জাস্টিস পাবেন।’’
অবস্থান মঞ্চে পৌঁছে মমতা ফের জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ জানান। তিনি বলেন, ‘‘আপনারা নিজেদের মধ্যে কথা বলে সিদ্ধান্ত নিন কাজে ফিরুন। আপনাদের জন্য কোনও অ্যাকশান নেব না। আমি এসমা জারি করব না নিশ্চিন্তে থাকুন। কোনও ডাক্তারের বিরুদ্ধে  কারুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিরুদ্ধে আমি। আমরা জানি আপনারা অনেক মহৎ কাজ করেন।’’
advertisement
মুখ‍্যমন্ত্রী বলেন, ‘‘আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু। তারা আমার পরিচিত কেউ নয়। আপনাদের বিরুদ্ধে আমি কোনও ব্যবস্থা নেব না’’।
মুখ‍্যমন্ত্রী বলেন, ‘‘আমি নিজে ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি, আমি আন্দোলনের ব্যথা বুঝি। আপনার ধৈর্য্য ধরুন, আমার কথা শুনুন, আমি বলা হয়ে গেলে আপনারা স্লোগান দিন। এটা আপনাদের অধিকার। আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই। আমার পোস্ট নয়, মানুষের পোস্ট বড় কথা।’’
advertisement
মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বলেন, ‘‘এই ঝড় জলে আপনারা যেমন কষ্ট পাচ্ছেন, আমিও সে কারণে ঘুমোতে পারিনি। নিরাপত্তা সংক্রান্ত নিষেধ থাকা সত্ত্বেও আমি এসেছি। আপনাদের সব দাবি আমি সহানুভূতির সঙ্গে দেখব, কেউ দোষী হলে সে শাস্তি পাবেই। আমি কথা বলে সিদ্ধান্ত নেব। আপনাদের পরিবার পরিজন চিন্তা করছে, এই ঝড় জলে আপনারা রয়েছেন।’’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Benerjee: ‘আমার উপর ভরসা রাখতে পারেন’, জুনিয়র ডাক্তারদের কাছে অনুরোধ মমতার, অবস্থান মঞ্চ থেকে আর কী কী বার্তা মুখ‍্যমন্ত্রীর?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement