মমতার একুশে সভা মেগা ফ্লপ শো, ডিম-ভাত খাওয়ানোর লোক পায়নি, কটাক্ষ দিলীপ ঘোষের

Last Updated:

মমতার ইভিএম-এর বদলে ব্যালটে ভোটের দাবি প্রসঙ্গে দিলীপ বলেন, 'উনিশে হাফ, একুশে সাফ৷ জিতলেই ইভিএম ভালো, হারলেই খারাপ৷ ব্ল্যাকমানির অভিযোগ প্রমাণ করুন৷ কোন বিধায়ককে টাকা দিয়েছি প্রকাশ্যে আনুন৷ আপনাকে চ্যালেঞ্জ করছি৷'

#কলকাতা: তৃণমূলের একুশের সভাকে মেগা ফ্লপ শো বলে কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ তাঁর কথায়, 'তৃণমূলনেত্রীর সভায় ভিড়ি হয়নি৷ মমতার বক্তব্য হতাশায় ভরা৷ টাকা দিয়েও সভায় ভিড় করাতে পারেনি৷ ডিম-ভাত খাওয়ানোর লোক পায়নি৷'
দিলীপের কটাক্ষ, 'তৃণমূলের হাড়-পাঁজর বেরিয়ে গিয়েছে৷ শো ফ্লপ হবে জেনেই আমার বিরুদ্ধে এফআইআর করেছে৷ ২৬ বছরে সবচেয়ে কম লোক হয়েছে৷' ট্রেন আটকে দেওয়া নিয়ে মমতার অভিযোগের পরিপ্রেক্ষিতে বিজেপি রাজ্য সভাপতি বলেন, 'ট্রেন আটকানোর অভিযোগ ভিত্তিহীন৷ অন্যদিনের চেয়ে আজ বেশি ট্রেন দিয়েছে রেল৷ কোথাও গাড়ি বাস আটকানো হয়নি৷ দলবদল রুখতে বাড়ি বাড়ি পুলিশি পাহারা দিচ্ছে৷ এ ভাবে তৃণমূলকে বাঁচানো যাবে না৷ বিজেপিতে আসা আটকাতে ওরা পুলিশি মামলার ভয় দেখাচ্ছে৷'
advertisement
মমতার ইভিএম-এর বদলে ব্যালটে ভোটের দাবি প্রসঙ্গে দিলীপ বলেন, 'উনিশে হাফ, একুশে সাফ৷ জিতলেই ইভিএম ভালো, হারলেই খারাপ৷ ব্ল্যাকমানির অভিযোগ প্রমাণ করুন৷ কোন বিধায়ককে টাকা দিয়েছি প্রকাশ্যে আনুন৷ আপনাকে চ্যালেঞ্জ করছি৷'
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মমতার একুশে সভা মেগা ফ্লপ শো, ডিম-ভাত খাওয়ানোর লোক পায়নি, কটাক্ষ দিলীপ ঘোষের
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement