Mamata Banerjee: ‘ঠেকুয়া আমি পাই,’ ছট পুজোর সূচনায় সকলকে শুভেচ্ছা মমতার, পাশাপাশি দিলেন বিশেষ পরামর্শও
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
মমতার কথায়, ‘‘ছট পুজা সহজ নয়। ৩৬ ঘণ্টা উপবাস করতে হয়। সবাই ভাল থাকুন। এই পুজোতেও সমস্ত ধর্ম, বর্ণের মানুষ যোগ দেন। এটাই আমাদের পরম্পরা। সব ঘাট আমরা সাজিয়ে দিয়েছি। কিছু পুকুর খনন করে দেওয়া হয়েছে।’’
কলকাতা: হেস্টিংসের নেতাজি স্পোর্টস ক্লাবের মঞ্চ থেকে ছট পুজোর উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ উপস্থিত সকলকে জানালেন, আজ নয়, বিগত ২৫ বছর ধরেই তিনি এই ভাবে ছট পুজোর উৎসবে শামিল হন৷ সোমবারও ভাষণের উদ্দেশ্যে নয়, কথা বলার জন্যেই এসেছেন তিনি৷
এদিন মমতা বলেন, ‘‘গোটা দেশজুড়ে এই উৎসব পালন হচ্ছে। সবাইকে অভিনন্দন জানাই। গোটা রাজ্যেও হচ্ছে। আমাদের সরকার দুই দিনের জন্যে ছুটিও দেওয়া হয়। এখান থেকে একাধিক ঘাটে ছট উৎসবের সূচনা করা হল। সব জায়গায় আমাদের জনপ্রতিনিধিরা ও প্রশাসনিক আধিকারিকরা আছেন।’’
advertisement
advertisement
মমতার কথায়, ‘‘ছট পুজা সহজ নয়। ৩৬ ঘণ্টা উপবাস করতে হয়। সবাই ভাল থাকুন। এই পুজোতেও সমস্ত ধর্ম, বর্ণের মানুষ যোগ দেন। এটাই আমাদের পরম্পরা। সব ঘাট আমরা সাজিয়ে দিয়েছি। কিছু পুকুর খনন করে দেওয়া হয়েছে।’’

advertisement
তারপরেই ছট পুজোর অতি প্রিয় প্রসাদ ঠেকুয়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ঠেকুয়া আমি পাই। আমাকে প্রসাদ পাঠান সবাই। সবার কাছে অনুরোধ আস্তে আস্তে গঙ্গার ঘাটে আসা যাওয়া করুন। হোল্ডিং এরিয়া শক্তপোক্ত করুন। মহিলা ও বাচ্চাদের নজর রাখুন। কারও প্ররোচনায় পা দেবেন না৷’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
October 27, 2025 4:22 PM IST

