হোম /খবর /কলকাতা /
কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, আজ থেকে ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায় 

Mamata Banerjee: কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, আজ থেকে ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায় 

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, আজ থেকে ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায় 

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, আজ থেকে ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায় 

আম্বেদকর মূর্তির নীচে দু'দিন ধর্না দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

  • Share this:

আবীর ঘোষাল, কলকাতা: কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবার ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেটা জানিয়েছিলেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘রাস্তা, আবাসন-সহ ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র আটকে রেখেছে। আগামী ২৯ তারিখ কলকাতায় রেড রোডের পাশে আম্বেদকর মূর্তির সামনে ধরনায় বসব।’’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "এবারেও বাজেটে ১০০ দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্র। আবাসন-রাস্তার টাকা দেয়নি। ১২ হাজার নতুন রাস্তা আমরা করছি। নিজেদের টাকা দিয়ে করছি। আমরা রাস্তা বাবদ, ১০০ দিনের কাজ এবং আবাসনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে ১ লাখ ১৫ হাজার কোটি টাকা পাই। আমি নিজে প্রধানমন্ত্রীর সঙ্গে ৬ মাস আগে দেখা করে এসেছি। অমিত শাহ কলকাতায় এসেছিলেন, তাঁকেও আমি বলেছি। তাঁদের সবাইকে বারবার চিঠি লেখা হয়েছে। বারবার বলা হয়েছে। কিন্তু তারপরেও দেখতে পাচ্ছি, বিজেপির কথায় কিছু টিম পাঠিয়ে দেওয়া হচ্ছে।’’

আরও পড়ুন- রাজ্যে কবে পঞ্চায়েত ভোট? আদালতের জট কাটতেই পুরোদমে প্রস্তুতি শুরু কমিশনের

মমতা বলেন, ‘‘কিছু না থাকলেও সিবিআই, ইডি চলে আসছে। মনে হচ্ছে সিবিআই-এর ডিরেক্টর বিজেপির প্রেসিডেন্ট। আর ইডিরও প্রেসিডেন্ট হয়ে গিয়েছে ওরা। এভাবেই দেশ চলছে! ১০০ দিনের কাজ গরিব মানুষের কাজ। আমি চিরদিন গরিব মানুষদের জন্য লড়াই করেছি।’’ তিনি আরও বলেন, ‘‘১০০ দিনের কাজ, আবাসন প্রকল্প, রাস্তার কাজ, গরিব মানুষদের এখনও ৭ হাজার কোটি টাকা বাকি আছে। কাজ করার পরেও টাকা দেওয়া হয়নি। কেন্দ্রীয় সরকারের বাংলাকে ব‍ঞ্চনা করার জন্য আগামী ২৯ তারিখ আমি ধর্নায় বসব। মুখ্যমন্ত্রী হিসাবে আম্বেদকর মূর্তির সামনে ধর্নায় বসব। ৩০ তারিখ সন্ধ্যাবেলায় তা শেষ করব। তারপরে আমরা ব্লকে ব্লকে যাব।’’

আরও পড়ুন- আর ক’দিন পরেই রামনবমী! তৈরি হচ্ছে এক বিরল যোগ! ভাগ্য খুলতে চলেছে এই সব রাশির

প্রসঙ্গত ধাপে ধাপে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প দেখার জন্য একাধিক বার নানা কেন্দ্রীয় দল এসেছে। রাজ্যের বক্তব্য, তারা কেন্দ্রের বিভিন্ন প্রকল্প থেকে ইতিমধ্যেই পুরষ্কার জিতে নিয়েছে। তৃণমূল কংগ্রেসের বক্তব্য রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এই ভাবে অর্থ আটকে রাখা হয়েছে।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Mamata Banerjee