Mamata Banerjee | KMC Elections 2021: ফুলবাগান-বেহালা-বাঘাযতীন, নেত্রীর ত্রিমুখী কর্মসূচিতেই কলকাতা-বিজয় চাইছে তৃণমূল!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee | KMC Elections 2021: তৃণমূলের তরফে জানানো হয়েছে, পুরভোটের প্রচারে শহরের বিভিন্ন প্রান্তে তিনটি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন থেকেই শুরু হচ্ছে সেই প্রচার পর্ব।
#কলকাতা: তৃণমূলের (TMC) নজর এখন জাতীয় রাজনীতির ক্ষেত্রে৷ বিধানসভা নির্বাচন এবং উপনির্বাচনের ফল দেখে কলকাতা পুরসভা নির্বাচন নিয়ে বর্তমানে অনেকটাই নিশ্চিন্ত শাসক দল তৃণমূল (KMC Elections 2021)৷ তবে, তৃণমূল শীর্ষ নেতৃত্ব ঢিলেমি দিতে নারাজ। তাই কলকাতা পুরভোটের শেষলগ্নে প্রচারে নামছেন স্বয়ং তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ এমনকী দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)৷
তৃণমূলের তরফে জানানো হয়েছে, পুরভোটের প্রচারে শহরের বিভিন্ন প্রান্তে তিনটি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন থেকেই শুরু হচ্ছে সেই প্রচার পর্ব। বুধবার গোয়া থেকে ফিরেই ফুলবাগানে উত্তর কলকাতার প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মুখ্যমন্ত্রী৷ বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার প্রার্থীদের সমর্থনে তিনি সভা করবেন বেহালা এবং বাঘা যতীনে।
advertisement
advertisement
এদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এবার নামতে চলেছেন কলকাতা পুরভোটের প্রচারে। তবে, তিনি কোন জনসভা করবেন না। বরং দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ আগামীকাল, বৃহস্পতিবার পোস্তা বাজার থেকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পর্যন্ত রোড শো করবেন অভিষেক। সঙ্গে থাকবেন উত্তর কলকাতার তৃণমূল প্রার্থীরা। উত্তর এবং মধ্য কলকাতার ২২ থেকে ৫১ নম্বর ওয়ার্ডের প্রার্থীদের সমর্থনে এই রোড শো করবেন তিনি।
advertisement
প্রসঙ্গত, কলকাতা পুর ভোটের প্রচারে বাকি রয়েছে হাতে গোনা দিন। তাই শেষ লগ্নের প্রচারে ঝড় তুলতে বিশেষ কৌশল নিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রতিদিন টেলিভিশনের পর্দায় যাদের সঙ্গে আমজনতার দেখা হয়, সেই চেনা মুখের তারকাদের প্রচারে নামাচ্ছে তৃণমূল। গত বিধানসভা ভোটে একাধিক তারকাকে টিকিট দিয়েছিল তৃণমূল। তাদের মধ্যে অনেকেই জিতে বিধায়ক হয়েছেন। ভোটের লড়াইয়ে পরাজিত হলেও, সাংগঠনিক দায়িত্ব সামলাচ্ছেন এমন তারকারাও আছেন তৃণমূল শিবিরে। সেই সব তারকা বিধায়ক-সংগঠকরাও কলকাতা পুর ভোটের প্রচারে পা মেলাচ্ছেন। সোহম চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, তৃণা সাহা, লাভলি মৈত্র, সায়নী ঘোষ, এমনকী রাণি রাসমণি খ্যাত দিতিপ্রিয়া রায়কেও দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থীদের প্রচারে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 15, 2021 10:47 AM IST