Mamata Benerjee Meeting: আর ছেড়ে কথা নয়, এবার সরাসরি আসরে দলনেত্রী! হঠাৎ মুর্শিদাবাদে কেন নজর মমতার?

Last Updated:

Mamata Benerjee Meeting: জোট নিয়ে কি অবস্থান? দ্বন্দ্ব রুখতে কড়া বার্তা? আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বৈঠকে আলোচনা হতে পারে। 

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে মুর্শিদাবাদ জেলার দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে এই বৈঠক হওয়ার কথা। বৈঠকে উপস্থিত থাকতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সী। এই বৈঠকে লোকসভা নির্বাচনে বাংলার জোট নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করছেন তৃণমূল নেতাকর্মীরা।
গত দু’-তিন বছরে ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লা চৌধুরী মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের সাংগঠনিক ও নির্বাচনী কাজের দায়িত্ব পালন করেছেন।মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের সাংগঠনিক নেতৃত্বে বদল হয়েছে কিছুমাস আগেই। ২০১৯-এর লোকসভায় বহরমপুর কংগ্রেস ধরে রাখতে পারলেও মুর্শিদাবাদ ও জঙ্গিপুর আসনে তৃণমূল জয়ী হয়। ২০২১ সালে এই জেলায় কংগ্রেস শুন্য হয়ে যায়। পরবর্তী সময়ে সাগরদিঘী উপনির্বাচনে কংগ্রেস জয় পেলেও, প্রার্থী বায়রন বিশ্বাস যোগ দেন তৃণমূলে।
advertisement
আরও পড়ুনঃ ব্রেকফাস্টে সস্তার খাবারে বাজিমাত! ডায়াবেটিস-কোলেস্টেরল কমবে হুড়মুড়িয়ে, বাড়তি মেদের চিরতরে ছুটি
লোকসভায় বহরমপুর আসন কংগ্রেসকে ছাড়ার ইঙ্গিত আগেই দিয়েছে তৃণমূল। তবে জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কথা জানানো হয়নি। অন্যদিকে, রাহুল গান্ধীকে নিয়ে ন্যায় যাত্রায় এই জেলায় একাধিক কর্মসূচি নিতে চলেছে কংগ্রেস। ফলে রাজনৈতিক ভাবে শুক্রবারের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জেলায় একাধিক সময় গোষ্ঠীদ্বন্দ্ব খবর সামনে এসেছে।বিধায়কের সঙ্গে জেলা নেতৃত্ব বা ব্লকের সমস্যা বারবার উঠে এসেছে।সংগঠনে আমূল বদল আনা হয়েছে। লোকসভার আগে এই দ্বন্দ্ব মেটাতে কড়া অবস্থান জানাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
মুর্শিদাবাদে মোট বিধানসভা আসনের ২২। তফশিলি-৩, তৃণমূল-২০, বিজেপি-২। লোকসভায় জঙ্গিপুর জয়ী তৃণমূল প্রার্থী খলিলুর রহমান ৫,৬২,৮৩৬, বিজেপির মাফুজা খাতুন ৩,১৭,০৫৬ ভোট পান। মুর্শিদাবাদের আবু তাহের খান তৃণমূল কংগ্রেসের ৬,০৪,৩৪৬, হুমায়ূন কবির বিজেপি থেকে ২,৪৭,৮০৯ ভোট পান। বহরমপুরের অধীর চৌধুরী কংগ্রেস ৫,৯১,১০৬, অপূর্ব সরকার তৃণমূল কংগ্রেস ৫,১০,৪১০, কৃষ্ণ জোয়ারদার বিজেপি ১,৪৩,০৩৮ ভোট পেয়েছিলেন।
advertisement
ফারাক্কার তৃণমূল-১,০২,৩১৯, বিজেপি ৪২,৩৭৪। সুতি তৃণমূল-১,২৭,৩৫১, বিজেপি- ৫৬,৬৫০। রঘুনাথপুর তৃণমূল- ১,২৬,৮৩৪, বিজেপি- ২৮,৫২১। লালগোলা তৃণমূল- ১,০৭,৮৬০, বিজেপি – ২৯,৪৬৪, ভগবানগোলা তৃণমূল কংগ্রেস ১,৫৩,৭৯৫, বিজেপি ১৬,৭০৭। রাণীনগর তৃণমূল-১,৩৪,৯৫৭, বিজেপি-২১,১৩৮। মুর্শিদাবাদ (বিজেপি) তৃণমূল কংগ্রেস-৯৩,৪৭৬, বিজেপি-৯৫,৯৬৭। নবগ্রাম তৃণমূল-১,০০,৪৫৫, বিজেপি-৬৪,৯২২, খড়গ্রাম তৃণমূল-৯৩,২৫৫, বিজেপি-৬০,৬৮২। কান্দি তৃণমূল- ৯৫,৩৯৯, বিজেপি ৫৭,৩১৯।
ভরতপুর তৃণমূল-৯৬,২২৬, বিজেপি-৫৩,১৪৩। রেজিনগর তৃণমূল-১,১৮,৪৯৪, বিজেপি ৫০,২২৬। বেলডাঙ্গা তৃণমূল- ১,১২,৮৬২, বিজেপি-৫৯,০৩০। বহরমপুর (বিজেপি) তৃণমূল-৬২,৪৮৮, বিজেপি- ৮৯,৩৪০। হরিহর পাড়া তৃণমূল-১,০২,৬৬০, বিজেপি-১৮,৩৭৮। নওদা তৃণমূল-১,১৭,৬৮৪, বিজেপি-৪৩,৫৪১। ডোমকল তৃণমূল-১,২৭,৬৭১, বিজেপি-১২,৩৪৮। জলঙ্গী তৃণমূল-১,২৩,৮৪৯, বিজেপি-৪৩,৭৭৩। পরিসংখ্যান যাই থাকুক। গত কয়েক মাসে বিভিন্ন রাজনৈতিক সমীকরণ বদল হয়েছে। ফলে লোকসভার আগে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই শাসক শিবির জানাচ্ছে।
advertisement
আবীর ঘোষাল 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Benerjee Meeting: আর ছেড়ে কথা নয়, এবার সরাসরি আসরে দলনেত্রী! হঠাৎ মুর্শিদাবাদে কেন নজর মমতার?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement