Mamata Banerjee: আজ হাওড়ায় পরিষেবা প্রদান অনুষ্ঠান, ভার্চুয়ালি মানুষের হাতে পরিষেবা তুলে দেবেন মমতা

Last Updated:

গত শুক্রবার মুখ্য সচিব ২০ টি দপ্তরের সচিব এবং জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন। সেই বৈঠকেই এই সিদ্ধান্তের কাছে জানানো হয়েছিল বলেই নবান্ন সূত্রে খবর।তার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি চূড়ান্ত হাওড়া এর পাচলায়।

হাওড়া:  ব্লকে ব্লকেই হবে দুয়ারে সরকার পরিষেবা প্রদান অনুষ্ঠান। আজ, বৃহস্পতিবার হাওড়া জেলার পাঁচলা থেকেই ভার্চুয়ালি এই পরিষেবা প্রধান অনুষ্ঠান করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই খবর নবান্ন সূত্রের। এদিন হাওড়া জেলা থেকে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কর্মসূচিতে যোগ দেবেন মমতা। সেখান থেকেই বাকি ১১টি জেলার মানুষের কাছে দুয়ারে সরকার প্রকল্পের বিভিন্ন সুবিধা পৌঁছে দেবেন মুখ্যমন্ত্রী।
জানুয়ারি মাস থেকেই বিভিন্ন জেলায় জেলায় সরকার পরিষেবা প্রদান অনুষ্ঠান যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ, উত্তরবঙ্গ, মালদহ, বীরভূম-সহ একাধিক জেলায় দুয়ারে সরকারের পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি নিজেই উপভোক্তাদের হাতে এই ধরনের পরিষেবা তুলে দিয়েছেন। কিন্তু এবার হাওড়া জেলা থেকেই বাকি জেলাগুলির সরকার পরিষেবা প্রধান অনুষ্ঠান করতে চলেছে নবান্ন। আর সে জন্যই এদিন অর্থাৎ, বৃহস্পতিবার হাওড়া জেলা থেকেই ভার্চুয়ালি এই পরিষেবা প্রদান অনুষ্ঠান করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
আরও পড়ুন: বিধানসভায় বেনজির কাণ্ড! রাজ্যপালের প্রথম ভাষণের মাঝেই ওয়াক আউট বিজেপির
গত শুক্রবার ২০টি দফতরের সচিব এবং বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সূত্রের খবর, সেই বৈঠকেই ব্লকে ব্লকে দুয়ারে সরকার প্রদান অনুষ্ঠান কর্মসূচি করা হবে বলে প্রস্তুতি নিতে বলা হয় নবান্নের তরফে।
advertisement
শুধু দুয়ারে সরকার প্রদান অনুষ্ঠান কর্মসূচি নয়, জানা গিয়েছে, পড়ুয়াদের হাতে সাইকেলও তুলে দেওয়া হবে ওই ভার্চুয়াল অনুষ্ঠান থেকেই। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় সবুজ সাথী প্রকল্পের অধীনে সাইকেল পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু অনেক জেলায় এখনও পর্যন্ত এই পরিষেবা প্রদান অনুষ্ঠান না হওয়ায় সাইকেল বিতরণ করা যাচ্ছিল না। তাই, এদিনের বৈঠকে ব্লক থেকেই পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়ার কথা বলা হয়েছে।
advertisement
আরও পড়ুন: কী এমন পড়েছিলেন রাজ্যপাল? যাতে এত রেগে গেলেন বিজেপি বিধায়কেরা?
অন্যদিকে, আগামী ১৫ ফেব্রুয়ারির পরে মেদিনীপুর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরে সরকারি পরিষেবা প্রধান অনুষ্ঠানের কর্মসূচির পাশাপাশি পুরুলিয়া জেলাতেও যাওয়ার কথা তাঁর। মেদিনীপুর, পুরুলিয়ার পাশাপাশি উত্তরবঙ্গেও যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামী ২০ ফেব্রুয়ারির পরে উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: আজ হাওড়ায় পরিষেবা প্রদান অনুষ্ঠান, ভার্চুয়ালি মানুষের হাতে পরিষেবা তুলে দেবেন মমতা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement