Mamata Banerjee: CESC-র পরোয়াই করলেন না, কলকাতায় দুর্যোগে মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর! দেওয়া হবে চাকরিও
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata Banerjee: কলকাতায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের জন্য আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করল রাজ্য সরকার।
কলকাতা: ভোর রাতের ভয়ঙ্কর বৃষ্টি, দিনভরের টানা দুর্যোগ৷ কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকা জলমগ্ন৷ আর জলমগ্ন রাস্তায় কাজে বেরিয়ে একের পর এক মর্মান্তিক দুঃসংবাদ৷ সোমবার রাতের বৃষ্টির পরে সারা দিনে কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জনের মৃত্যুসংবাদ পাওয়া গিয়েছে৷
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের জন্য আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করল রাজ্য সরকার। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গতকাল দেখেছেন কী দুর্যোগ হয়েছে। যাঁরা মারা গেছেন তাঁদের পরিবারকে দু-লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। হোম গার্ডের চাকরিও দেওয়া হবে। সিইএসসিকেও বলেছি ক্ষতিপূরণ দিতে।’
আরও পড়ুন: কলকাতার পর বাংলার দ্বিতীয় বিশ্ব বাংলা গেট কোন জেলায় তৈরি হচ্ছে? ঘোষণা হতেই খুশির জোয়ার!
গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বিদ্যুতের জন্য আট-নজন মারা গেছে। আমি সকালেও সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে কথা বলেছি। এটা আমাদের সময় নয়, ওরা বামফ্রন্টের সময় থেকে পেয়েছে। হাওড়া দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনার অনেকগুলো অঞ্চল পড়ে। Cesc তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না।’’
advertisement
advertisement
আরও পড়ুন: কেউ আর পুজোর ছুটিতে দার্জিলিং যেতে চাইছেন না, কেন? হোটেল ব্যবসায়ীদের দাবি শুনলে চমকে যাবেন!
মমতা বলেন, ‘‘কলকাতায় মারা গেছে আট জন, গ্রামবাংলায় মারা গেছে দু’জন। পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে বলেছি সিইএসসি-কে। মৃত্যুর বিকল্প কখনও ক্ষতিপূরণ হতে পারে না।’’ যদিও সিইএসসি পাল্টা দাবি করেছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর যে ঘটনাগুলি ঘটেছে, তার মধ্যে অধিকাংশই হয়েছে বাড়ির ব্যক্তিগত বিদ্যুৎ ব্যবস্থার গলদের কারণে৷
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 24, 2025 3:24 PM IST