Mamata Banerjee: 'আমার কাছে মানুষের ভাল থাকাটাই শেষ কথা...', মুহূর্তের ঝড়ে তছনছ জলপাইগুড়ি, ছুটলেন মমতা

Last Updated:

Mamata Banerjee:আচমকা ঝড় আছড়ে পরে লণ্ডভণ্ড উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও সংলগ্ন এলাকা। চারজনের প্রাণহানি। অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্থ। এই অবস্থায় তাঁর প্রচার কর্মসূচি বানচাল করে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে উত্তরবঙ্গ ছুটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: আচমকা ঝড় আছড়ে পরে লণ্ডভণ্ড উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও সংলগ্ন এলাকা। চারজনের প্রাণহানি। অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্থ। এই অবস্থায় তাঁর প্রচার কর্মসূচি বানচাল করে আশু ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে উত্তরবঙ্গ ছুটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রবিবার সন্ধ্যায় আক্ষরিক অর্থেই ঝড়ের তাণ্ডব চলে উত্তরবঙ্গ জুড়ে। সবথেকে বেশি ক্ষতি হয়েছে জলপাইগুড়ি জেলার। তছনছ হয়ে গিয়েছে গোটা এলাকা। কিছুক্ষণের ঝড়েই বিপর্যস্ত হয়ে যায় এলাকা। কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড জলপাইগুড়ি, ময়নাগুড়ি-সহ একাধিক এলাকা। ঝড়ে গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে চার ব্যক্তির। আহত শতাধিক। জরুরি ভিত্তিতে রবিবার রাতেই জলপাইগুড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বায়ুসেনা থেকে অনুমতি পেতেই দমদম বিমানবন্দর থেকে রওনা মুখ্যমন্ত্রীর।
advertisement
advertisement
বিমানবন্দরে পৌঁছে মমতা বলেন, “আজ যে প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছেন জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের মানুষেরা, তাতে এই মুহূর্তে একজন জনপ্রতিনিধি হিসেবে আমার তাঁদের কাছে পৌঁছে যাওয়াটাই আশু কর্তব্য। আজকেই আমি জলপাইগুড়ি পৌঁছে যাচ্ছি। আহতদের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার এবং প্রশাসন দিবারাত্রি আছে।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'আমার কাছে মানুষের ভাল থাকাটাই শেষ কথা...', মুহূর্তের ঝড়ে তছনছ জলপাইগুড়ি, ছুটলেন মমতা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement